President in Kolkata: বুধে ২ দিনের সফরে শহরে রাষ্ট্রপতি! কোন কোন রাস্তায় গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকবে? বন্ধ কোথায়? রইল তালিকা
- Published by:Salmali Das
- Reported by:Sudipta Sen
Last Updated:
President in Kolkata: আগামী ৩০ জুলাই দুপুরে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি।
কলকাতাঃ আগামী ৩০ জুলাই দুপুরে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ পৌঁছে, কল্যাণীর এমস-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
কল্যাণী AIIMS -এর অনুষ্ঠান শেষে তিনি হেলিকপ্টারে করে বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ আবার কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে তিনি সড়কপথে দক্ষিণেশ্বরে যাবেন এবং সেখানেই পুজো দেবেন বলে জানা গিয়েছে। পুজো শেষে তিনি সোজা রাজভবনে ফিরে আসবেন এবং সেখানেই রাত কাটাবেন বলে সূত্রের খবর।
advertisement
advertisement
পরের দিন ৩১ জুলাই পরদিন, সকাল ৯টা ২০ থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত রাজভবনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন রাষ্ট্রপতি। এরপর সকাল ১০টা নাগাদ ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে দিল্লি ফিরে যাবেন তিনি।রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে কলকাতা পুলিশ ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ঘোষণা করেছে।
৩০ জুলাই শহরের সে সমস্ত জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে সেগুলি হল, সিথি ক্রসিং , বি টি রোড ,টালা ব্রিজ, বিধান সরণি,শ্যামবাজার পাঁচমাথা মোড় ও ভবানীপুর থেকে বি.বি.ডি. বাগ হয়ে আর.আর. অ্যাভিনিউ পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবে বিকেল ৪:৩০ – রাত ৯টা।একইরকমভাবে ৩১ জুলাই বেশ কয়েকটি রাস্তা যান চলাচলের নিয়ন্ত্রণে থাকবে তা হল, আর.আর. অ্যাভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, এ জে সি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার , ই.এম. বাইপাস, হিডকো ক্রিসং সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। সময় সকাল ৮:৩০ – দুপুর ১টা।
advertisement
পরপর দুদিন এই সমস্ত রাস্তায় সমস্ত ধরণের গাড়ি, ট্রাম, পণ্যবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ থাকবে বা মোড় ঘুরিয়ে দেওয়া হবে।কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভর্মা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞাগুলি সাধারণ নিয়মের অতিরিক্ত এবং রাষ্ট্রপতির সফর শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। পাশাপাশি নাগরিকদের যানজট এড়াতে ওই দিনগুলোতে বিকল্প রুট ব্যবহার ও সময়মতো রওনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 8:03 PM IST