‘কলেজ রাজনীতি পড়ুয়াদের মধ্যেই থাকুক’, প্রেসিডেন্সির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
Last Updated:
জমকালো অনুষ্ঠানের মধ্যে পালিত হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুশো বছর পূর্তি।
#কলকাতা: জমকালো অনুষ্ঠানের মধ্যে পালিত হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুশো বছর পূর্তি।
প্রেসিডেন্সির ২০০ বছর পূর্তির অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হল শুক্রবার ৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্সেপঘাট সাক্ষী থাকল প্রেসিডেন্সির ২০০ বছর পালনের ৷ লেজার লাইটে উঠে এল বিশিষ্ট প্রাক্তণীদের নাম ৷ প্রিন্সেপ ঘাটের লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্রেসিডেন্সির তৎকালীন হিন্দু কলেজের সময় থেকে প্রেসিডেন্সি কলেজের সময় পর্যন্ত বিশিষ্ট প্রাক্তনীদের স্মরণ করা হয় ৷
advertisement
শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা থাকলেও তিনি আসেননি
advertisement
তাই পার্থ চট্টোপাধ্যায়ই উদ্বোধন করেন ৷ তবে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাঠান ৷ অন্যদিকে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও ছিলেন সুগত বসু। ছিলেন একঝাক প্রাক্তনীরা ৷ বিশিষ্ট প্রাক্তনীদের মতো বর্তমানে প্রেসিডেন্সির মান বজায় রাখতে, বিশিষ্ট মানুষ যাতে বেরিয়ে আসে তারই দাবি তোলেন বক্তারা৷
advertisement
এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘কলেজে গণ্ডগোল, বেয়াদপি মানব না ৷ সিপিএম, বিজেপির পতাকা নিয়ে অনেকেই ঢুকছেন ৷ কলেজ রাজনীতি পড়ুয়াদের মধ্যেই থাকুক ৷ দলের কেউ যুক্ত থাকলে বরদাস্ত করা হবে না ৷ একটি দু’টি কলেজে ঝামেলা হয়েছে ৷ ’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2017 8:01 PM IST