বুধবার বেলা ১২টা থেকে ধর্মতলায় শুরু বিজেপির সভা, তৈরি হয়েছে ত্রিস্তরীয় মেগা মঞ্চ

Last Updated:

অমিত শাহ ছাড়াও মঞ্চে থাকবেন বিজেপির কেন্দ্র ও রাজ‌্য নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, পদ্ম নেতৃত্ব ছাড়াও বুদ্ধিজীবী মহল এবং কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতদের কয়েক জনকেও মঞ্চে রাখার ভাবনা।

বুধবার বেলা ১২টা থেকে ধর্মতলায় শুরু বিজেপির সভা, তৈরি হয়েছে ত্রিস্তরীয় মেগা মঞ্চ
বুধবার বেলা ১২টা থেকে ধর্মতলায় শুরু বিজেপির সভা, তৈরি হয়েছে ত্রিস্তরীয় মেগা মঞ্চ
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আগামিকাল, বুধবার দুপুর ১২টা থেকে ধর্মতলায় সভা শুরু করবে বিজেপি। ৭০ ফুট বাই ৫০ ফুটের ত্রিস্তরীয় মেগা মঞ্চ নির্মাণ হচ্ছে আয়রন স্ট্রাকচারে। অমিত শাহ ছাড়াও মঞ্চে থাকবেন বিজেপির কেন্দ্র ও রাজ‌্য নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, পদ্ম নেতৃত্ব ছাড়াও বুদ্ধিজীবী মহল এবং কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতদের কয়েক জনকেও মঞ্চে রাখার ভাবনা।
advertisement
advertisement
সমাগমের বিভিন্ন প্রান্তে ড্রপবক্স থাকবে বঞ্চিতদের জন্য, সাধারণ মানুষ এবং কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প থেকে ‘বঞ্চিত’ বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগপত্র ফেলতে পারবেন সেই ‘ড্রপবক্স’- এ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটিকা হবে সভার শুরুতে।
এরপরে একে একে বক্তব্য রাখবেন বিজেপির একাধিক নেতা। তবে অমিত শাহ মঞ্চে আসার পর বিজেপি নেতাদের মধ্যে মাত্র দু’জন বক্তব্য রাখবেন। তাঁরা হলেন, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। মঞ্চের প্রথম স্তরে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চের দ্বিতীয় স্তরে বসবেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের অন্যান্য নেতারা। ত্রিস্তরীয় মঞ্চে অমিত শাহর ডান ও বাম হাতে থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। ধাপে ধাপে বসার জায়গা তৈরি করা হচ্ছে রাজ্যের অন্যান্য নেতৃত্ব ও বঞ্চিত সাধারণের জন্য বলে বিজেপি সূত্রের খবর। লোহার পিলার দিয়ে তৈরি হচ্ছে মঞ্চের কাঠামো, একটি বড় মঞ্চকেই ভাগ করা হচ্ছে ৩ টি ভাগে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বুধবার বেলা ১২টা থেকে ধর্মতলায় শুরু বিজেপির সভা, তৈরি হয়েছে ত্রিস্তরীয় মেগা মঞ্চ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement