বুধবার বেলা ১২টা থেকে ধর্মতলায় শুরু বিজেপির সভা, তৈরি হয়েছে ত্রিস্তরীয় মেগা মঞ্চ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
অমিত শাহ ছাড়াও মঞ্চে থাকবেন বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, পদ্ম নেতৃত্ব ছাড়াও বুদ্ধিজীবী মহল এবং কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতদের কয়েক জনকেও মঞ্চে রাখার ভাবনা।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আগামিকাল, বুধবার দুপুর ১২টা থেকে ধর্মতলায় সভা শুরু করবে বিজেপি। ৭০ ফুট বাই ৫০ ফুটের ত্রিস্তরীয় মেগা মঞ্চ নির্মাণ হচ্ছে আয়রন স্ট্রাকচারে। অমিত শাহ ছাড়াও মঞ্চে থাকবেন বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, পদ্ম নেতৃত্ব ছাড়াও বুদ্ধিজীবী মহল এবং কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতদের কয়েক জনকেও মঞ্চে রাখার ভাবনা।
চাকরি চুরি, রেশন চুরি, ১০০দিনের কাজ, বার্ধক্য ও বিধবা ভাতা, প্রতি ঘরে জল, কিষাণ সম্মান, আয়ুষ্মান ভারত, আবাস যোজনায় দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে আগামী ২৯শে নভেম্বর ২০২৩ বিজেপির ডাকে ‘কলকাতা চলো ‘কর্মসূচিতে অংশ গ্রহণ করুন। #BonchitoderPaseBJP pic.twitter.com/Dbwpx3ruLC
— BJP West Bengal (@BJP4Bengal) November 27, 2023
advertisement
advertisement
সমাগমের বিভিন্ন প্রান্তে ড্রপবক্স থাকবে বঞ্চিতদের জন্য, সাধারণ মানুষ এবং কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প থেকে ‘বঞ্চিত’ বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগপত্র ফেলতে পারবেন সেই ‘ড্রপবক্স’- এ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটিকা হবে সভার শুরুতে।
এরপরে একে একে বক্তব্য রাখবেন বিজেপির একাধিক নেতা। তবে অমিত শাহ মঞ্চে আসার পর বিজেপি নেতাদের মধ্যে মাত্র দু’জন বক্তব্য রাখবেন। তাঁরা হলেন, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। মঞ্চের প্রথম স্তরে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চের দ্বিতীয় স্তরে বসবেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের অন্যান্য নেতারা। ত্রিস্তরীয় মঞ্চে অমিত শাহর ডান ও বাম হাতে থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। ধাপে ধাপে বসার জায়গা তৈরি করা হচ্ছে রাজ্যের অন্যান্য নেতৃত্ব ও বঞ্চিত সাধারণের জন্য বলে বিজেপি সূত্রের খবর। লোহার পিলার দিয়ে তৈরি হচ্ছে মঞ্চের কাঠামো, একটি বড় মঞ্চকেই ভাগ করা হচ্ছে ৩ টি ভাগে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 2:48 PM IST