ম্যাকডোনাল্ডসে আলু ভাজার সঙ্গে টিকটিকি ভাজা ‘ফ্রি’ পেলেন গর্ভবতী মহিলা !

Last Updated:

অর্ডার দেওয়া খাবার যখন টেবিলে এল, তখন দেখা গেল শুধু আলু ভাজাই নয়, বাক্সে রয়েছে আস্ত একটা টিকটিকি ভাজাও !

#কলকাতা: মেয়েকে নিয়ে বাইপাসের ধারের একটি শপিং মলের ম্যাকডোনাল্ডস আউটলেটে খেতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা মৈত্র ৷ অর্ডার দিয়েছিলেন সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাইজ ৷ কিন্তু সেই সুস্বাদু খাবার জিভে জল আনার বদলে যা কাণ্ডটা ঘটল, আর কোনওদিন হয়তো রেস্তোরাঁয় গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডারই দেবেন না প্রিয়াঙ্কা দেবী ৷ কারণ অর্ডার দেওয়া খাবার যখন টেবিলে এল, তখন দেখা গেল শুধু আলু ভাজাই নয়, বাক্সে রয়েছে আস্ত একটা টিকটিকি ভাজাও !
৬ মাসের অন্তঃসত্ত্বা প্রিয়াঙ্কা স্বভাবতই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। ম্যানেজারকে অভিযোগও করেন তিনি। কিন্তু ম্যানেজার তার কথা কানে তোলেননি বলে অভিযোগ। স্রেফ ‘সরি’ বলেই নাকি বেরিয়ে যান ম্যানেজার। এরপর খাবারের মধ্যে টিকটিকি ভাজার ছবি তুলে ওই ম্যাকডোনাল্ডস আউটলেটের বিরুদ্ধে পুলিশে এফআইআর করেন প্রিয়াঙ্কা ।
এই বিষয়ে কলকাতার ম্যাকডোনাল্ডস চেনের ম্যানেজার কোনও মন্তব্য করতে চাননি। দিল্লিতে ম্যাকডোনাল্ডসের এক আধিকারিক জানান, গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
ম্যাকডোনাল্ডসে আলু ভাজার সঙ্গে টিকটিকি ভাজা ‘ফ্রি’ পেলেন গর্ভবতী মহিলা !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement