Prashant Kishor: নিজে ভোট কুশলী, বিহারের উপনির্বাচনে কেমন ফল করল প্রশান্ত কিশোরের দল?

Last Updated:

শনিবার বিহারের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে৷ এই উপনির্বাচনেই প্রথম বার ভোটে লড়ে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি৷

বিহারে প্রথম বার ভোটে লড়ে প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷
বিহারে প্রথম বার ভোটে লড়ে প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷
পটনা: তিনি নিজেই অন্যান্য বহু রাজনৈতিক দলের হয়ে ভোটের রণকৌশল তৈরি করেছেন৷ এনে দিয়েছেন বড় বড় সাফল্য৷ কিন্তু বিহারে প্রথমবার ভোটের লড়াইয়ে নেমে সেই প্রশান্ত কিশোরের দলই মুখ থুবড়ে পড়ল৷
শনিবার বিহারের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে৷ এই উপনির্বাচনেই প্রথম বার ভোটে লড়ে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি৷ কিন্তু ভোটের ফল বেরোতে দেখা গেল, চারটি কেন্দ্রের মধ্যে চারটিতেই প্রশান্ত কিশোরের দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে৷
advertisement
advertisement
বিহারের চার কেন্দ্র ইমামগঞ্জ, তারারি, রামগড় এবং বেলাগঞ্জে উপনির্বাচন ছিল৷ তারারি, বেলাগঞ্জ এবং ইমামগঞ্জে প্রশান্ত কিশোরের দলের প্রার্থীরা তৃতীয় স্থান পেয়েছেন৷ রামগড়ে আসনে চতুর্থ হয়েছেন জন সুরজ পার্টির প্রার্থী৷ যদিও গত ২ অক্টোবর নিজের রাজনৈতিক দল ঘোষণা করার সময় প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, তাঁর দল বিহারের রাজনীতিতে ঝড় তুলবে৷ যদিও প্রথম চেষ্টাতেই বড় ধাক্কা খেলেন এই বিখ্যাত ভোট কুশলী৷
advertisement
বিহারের উপনির্বাচনে চারটি আসনেই একপেশে জয় পেয়েছে বিজেপি-জেডিইউ এনডিএ জোট৷ ইমামগঞ্জ আসনটি দখলে রাখার পাশাপাশি আরজেডি-কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের থেকে তারারি, রামগড় এবং বেলাগঞ্জ আসনটিও দখল করে নিয়েছে এনডিএ৷
আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন৷ তার আগে বিধানসভা উপনির্বাচনের ফল বিহারের ক্ষমতাসীন এনডিএ জোটকে বাড়তি অক্সিজেন জোগাবে৷ যদিও প্রশান্ত কিশোরকে এবার হয়তো নিজের দলকে নিয়েই নতুন করে ভাবতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Prashant Kishor: নিজে ভোট কুশলী, বিহারের উপনির্বাচনে কেমন ফল করল প্রশান্ত কিশোরের দল?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement