Prashant Kishor: নিজে ভোট কুশলী, বিহারের উপনির্বাচনে কেমন ফল করল প্রশান্ত কিশোরের দল?

Last Updated:

শনিবার বিহারের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে৷ এই উপনির্বাচনেই প্রথম বার ভোটে লড়ে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি৷

বিহারে প্রথম বার ভোটে লড়ে প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷
বিহারে প্রথম বার ভোটে লড়ে প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷
পটনা: তিনি নিজেই অন্যান্য বহু রাজনৈতিক দলের হয়ে ভোটের রণকৌশল তৈরি করেছেন৷ এনে দিয়েছেন বড় বড় সাফল্য৷ কিন্তু বিহারে প্রথমবার ভোটের লড়াইয়ে নেমে সেই প্রশান্ত কিশোরের দলই মুখ থুবড়ে পড়ল৷
শনিবার বিহারের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে৷ এই উপনির্বাচনেই প্রথম বার ভোটে লড়ে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি৷ কিন্তু ভোটের ফল বেরোতে দেখা গেল, চারটি কেন্দ্রের মধ্যে চারটিতেই প্রশান্ত কিশোরের দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে৷
advertisement
advertisement
বিহারের চার কেন্দ্র ইমামগঞ্জ, তারারি, রামগড় এবং বেলাগঞ্জে উপনির্বাচন ছিল৷ তারারি, বেলাগঞ্জ এবং ইমামগঞ্জে প্রশান্ত কিশোরের দলের প্রার্থীরা তৃতীয় স্থান পেয়েছেন৷ রামগড়ে আসনে চতুর্থ হয়েছেন জন সুরজ পার্টির প্রার্থী৷ যদিও গত ২ অক্টোবর নিজের রাজনৈতিক দল ঘোষণা করার সময় প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, তাঁর দল বিহারের রাজনীতিতে ঝড় তুলবে৷ যদিও প্রথম চেষ্টাতেই বড় ধাক্কা খেলেন এই বিখ্যাত ভোট কুশলী৷
advertisement
বিহারের উপনির্বাচনে চারটি আসনেই একপেশে জয় পেয়েছে বিজেপি-জেডিইউ এনডিএ জোট৷ ইমামগঞ্জ আসনটি দখলে রাখার পাশাপাশি আরজেডি-কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের থেকে তারারি, রামগড় এবং বেলাগঞ্জ আসনটিও দখল করে নিয়েছে এনডিএ৷
আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন৷ তার আগে বিধানসভা উপনির্বাচনের ফল বিহারের ক্ষমতাসীন এনডিএ জোটকে বাড়তি অক্সিজেন জোগাবে৷ যদিও প্রশান্ত কিশোরকে এবার হয়তো নিজের দলকে নিয়েই নতুন করে ভাবতে হবে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Prashant Kishor: নিজে ভোট কুশলী, বিহারের উপনির্বাচনে কেমন ফল করল প্রশান্ত কিশোরের দল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement