Prasenjit Chatterjee in Nabanna || আচমকা নবান্নে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা? গুঞ্জন টলিউডে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Prasenjit Chatterjee in Nabanna || নবান্ন সূত্রে খবর, এটি নিছকই এক সৌজন্য সাক্ষাৎ৷ সময়ও অল্প৷ সিনেমার শ্যুটিংয়ের অনুমতি বিষয়ে মাত্র ২০ মিনিট আলোচনা চলে তাঁদের।
#কলকাতা: টলিউডে নতুন গুঞ্জন৷ গুঞ্জন বাংলা জুড়ে৷ এই মুহূর্তের এক নম্বর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আচমকাই হাজির নবান্নে৷ দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ তবে সে সাক্ষাৎ খুব বেশি সময়ের জন্য নয়৷ নবান্ন সূত্রে খবর, এটি নিছকই এক সৌজন্য সাক্ষাৎ৷ সময়ও অল্প৷ সিনেমার শ্যুটিংয়ের অনুমতি বিষয়ে মাত্র ২০ মিনিট আলোচনা চলে তাঁদের। তারপরেই বেরিয়ে যান অভিনেতা৷ কোন সিনেমার শ্যুটিং, অনুমতিই বা কীসের, সে বিষয়ে অবশ্য বিশদ কিছু জানা যায়নি৷
১৭ জুন 'আয় খুকু আয়' মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। প্রসেনজিৎ অভিনীত এই ছবিকে শুভেচ্ছাবার্তা, ভালবাসা, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। বৃদ্ধা রানিমা দিতিপ্রিয়া এ বার 'খুকু' হিসেবেও মানুষের স্নেহ ভালবাসা কুড়োলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম বার পর্দায় দিতিপ্রিয়া। বাবা-মেয়ের গল্প মন জয় করেছে সকলের। এবার হয়তো আরও এক চমকের অপেক্ষা৷
advertisement
advertisement
এই ছবিতে একসঙ্গে কাজ করেছেন জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে একসঙ্গে অভিনয় নয়। জিতের প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। একজন জনপ্রিয় নায়ক ইন্ডাস্ট্রির সবচেয়ে সিনিয়র অভিনেতার জন্য ভাল গল্প খুঁজে ছবি বানাচ্ছেন, তা সচরাচর দেখা যায় না। ছবিটি পরিচালনা সৌভিক কুণ্ডুর। বাবা মেয়ের সম্পর্কের নানা দিক ঘিরেই ছবির গল্প। আবেগ ও ড্রামা দুটোর মিশেল রয়েছে গল্পে। এবার হয়তো আরও এক চমকের অপেক্ষা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2022 8:24 PM IST