Potato Price: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকেও কাটল না জট, আজ থেকে খোলাবাজারে আলুর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা

Last Updated:

আগে বাংলা পাবে, আগে ঘর সামলাব, পরিষ্কার বার্তা মুখ্যমন্ত্রীর ৷

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকেও কাটল না জট
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকেও কাটল না জট
আবীর ঘোষাল, কলকাতা: মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের পরও নিজেদের অবস্থানে অনড় আলু ব্যবসায়ীরা। ফলস্বরূপ মঙ্গলবার সকাল থেকে বাজারে আলুর ঘাটতি থাকবে। দামও বাড়বে। এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে অভিযোগ বেচারামের। বেচারাম মান্নার অভিযোগ, ‘‘বিজেপি রাজ্যকে না জানিয়ে হিলি, চ্যাংড়বান্ধা, মালদহ থেকে প্রচুর আলু বাংলাদেশে পাঠিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে রাজ্যে সঙ্কট তৈরি করতে চেয়েছে তারা। শুধু বিজেপি নয়, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মধ্যে সিপিএমের লোকজন রয়েছে। আলু ব্যবসায়ীদের মধ্যে কিছু সিপিএমের লোক আছে। সে জমানার মতো ধর্মঘট সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছে।’’
ধর্মঘট প্রসঙ্গে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, ‘‘মন্ত্রীর সঙ্গে আমরা সোমবার দুপুরে বৈঠকে বসেছিলাম। বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। মন্ত্রী আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেছেন। সোমবার মধ্যরাত থেকে আমাদের ধর্মঘটের সিদ্ধান্ত জারি থাকছে।’’
advertisement
advertisement
অন্যদিকে আজ, মঙ্গলবার আবার হুগলির তারকেশ্বরে ব্যবসায়ী ভবনে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে ধর্মঘটের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।আলু রপ্তানি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । প্রশ্ন তোলেন, কেন তাঁকে না জানিয়ে আলু রফতানি হচ্ছে? তাতে রাশ টানতে দায়িত্ব দেন টাস্ক ফোর্সকে। রাজ্যের প্রয়োজন মিটিয়ে তবেই ভিনরাজ্যে রফতানি হবে বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। উদবৃত্ত আলু রাজ্য মিড ডে মিলের জন্য কিনে নেবে। কিন্তু ভিনরাজ্যে আলু রফতানিতে এই কড়াকড়ি নিয়ে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা। তাঁরা পালটা ধর্মঘটের ডাক দেন। সেই সঙ্কট কাটাতে এদিন বৈঠকে বসেন মন্ত্রী ও ব্যবসায়ীরা। তাতেও জট কাটল না।
advertisement
সোমবারও আলু রফতানি প্রসঙ্গে বিধানসভায় নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, কয়েকজন ব্যবসায়ী নিজের সুবিধার জন্য কী কাজ করছেন, সবাই তা দেখতে পাচ্ছে ৷ তিনি উল্লেখ করেন, ‘‘আগে ঘর সামলাব, নাকি ব্যবসা দেখব কারও। আগে বাংলা পাবে, আগে ঘর সামলাব।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Potato Price: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকেও কাটল না জট, আজ থেকে খোলাবাজারে আলুর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement