Potato Cultivation: বড় খবর! আলুর সারের কালোবাজারি রুখতে বড় পদক্ষেপ নবান্নের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Potato Cultivation: আলুর বীজ বপন শুরু হয়েছে। সার নিয়ে কালোবাজারি মোকাবিলায় জেলা প্রশাসনকে কড়া নজরদারীর নির্দেশ দিল নবান্ন। আলু চাষের জন্য কৃষকদের কাছে এই সারের চাহিদা রয়েছে। এরই সুযোগ নিচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী।
কলকাতাঃ আলুর বীজ বপন শুরু হয়েছে। সার নিয়ে কালোবাজারি মোকাবিলায় জেলা প্রশাসনকে কড়া নজরদারীর নির্দেশ দিল নবান্ন। আলু চাষের জন্য কৃষকদের কাছে এই সারের চাহিদা রয়েছে। এরই সুযোগ নিচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী। তারা চড়া দরে এই সার বিক্রি করছে। এ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। জেলা শাসকদের নবান্নের নির্দেশ, ‘প্রতিটি ব্লকে কৃষকরা নায্যমূল্যে আলু চাষের জন্য এনপিকে সার, বাজার থেকে পাচ্ছেন কিনা তা নজরদারি করুন।’
সপ্তাহে অন্তত একবার প্রতিটি ব্লকে কৃষি আধিকারিকদের নিয়ে পর্যালোচনা করা হোক। সার সরবরাহ ঠিক আছে কিনা, কালোবাজারি হচ্ছে কিনা, এই নিয়ে কৃষকদের কোনও ক্ষোভ তৈরি হয়েছে কিনা। গোটা বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনে নবান্নর নজরে আনা হোক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৭দিনেই কামাল! ছোট্ট এই ‘বীজের’ অলৌকিক গুণ! রাতারাতি কমবে বাড়তি মেদ! কাল থেকেই খাওয়া শুরু করুন
রাজ্য সরকার ইতিমধ্যেই সার উৎপাদক সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেছে এনকেপি সার সরবরাহ নিয়ে। সংস্থাগুলি আশ্বাস দিয়েছে দু-তিন সপ্তাহের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। তা নিয়ে প্রয়োজনে নবান্নের পক্ষ থেকে দেওয়া হয়েছে জেলাশাসকদের বলেই নবান্ন সূত্রে খবর। সারের কালোবাজারি রুখতে জেলায় জেলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কৃষি দফতরের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2024 1:26 PM IST