ভেঙে পড়ার একবছর পরেও অনিশ্চিত পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ
Last Updated:
এক বছর পার। দুর্ঘটনার পর বছর ঘুরলেও পোস্তা উড়ালপুলের ভবিষ্যত নিশ্চিত নয়।
#কলকাতা: এক বছর পার। দুর্ঘটনার পর বছর ঘুরলেও পোস্তা উড়ালপুলের ভবিষ্যত নিশ্চিত নয়। বিবেকানন্দ সেতুর কী হবে? তা এখনও ঠিক করতে পারেনি কেন্দ্র। খরচ ও দূষণের কথা ভেবে উড়ালপুল ভাঙতে নারাজ রাজ্য। বিশেষজ্ঞদের রিপোর্টের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন।
বছর ঘুরলেও এখনও অনিশ্চিত পোস্তা উড়ালপুলের ভবিষ্যত। গিরিশ পার্কের কাছে উড়ালপুলের অংশ ভেঙে পড়ে। মৃত্যু হয় ২১ জনের। তবে এখনও অক্ষত পোস্তা বাজার ও গিরিশ পার্ক মোড়ের দিকে উড়ালপুলের অংশ। ইতিমধ্যেই খড়গপুর আইআইটি, ন্যাশনাল টেস্ট হাউস ও রাইট-এর মতো বিশেষজ্ঞ সংস্থার মতামত নেওয়া হয়। আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের প্রাথমিক রিপোর্ট বলছে,
advertisement
বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট
advertisement
- পোস্তা উড়ালপুল ভারি যান চলাচলের উপযুক্ত নয়
- তবে হালকা গাড়ি চলতে পারে
- বাইক, সাইকেল, অটোর মতো যানবাহন চলবে
- না হলে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলতে হবে
একদিকে বিপুল খরচ। অন্যদিকে ধুলোয় স্থানীয়দের ক্ষতির আশঙ্কা। তাই পোস্তা উড়ালপুল সম্পূর্ণ ভাঙতে নারাজ রাজ্য। ইতিমধ্যেই এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়া হযেছে। কেন্দ্রের সঙ্গেও কথা বলেছেন রাজ্যের কর্তারা। উড়ালপুলের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রই।
advertisement
সিদ্ধান্ত নেবে কেন্দ্র
- নতুন করে উড়ালপুল তৈরি হলে খরচ যোগাবে কেন্দ্র
- উড়ালপুলের নকশায় চূড়ান্ত ছাড়পত্রও দেবে কেন্দ্র
বিবেকানন্দ উড়ালপুল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় রাজ্য। উড়ালপুলের রক্ষণাবেক্ষণই যে রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ, তা মানছেন নগরোন্নয়ন দফতরের কর্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2017 11:17 AM IST