Post Poll Violence: বৃষ্টিতে ছাতা মাথায়, ভোট পরবর্তী অশান্তির অভিযোগ শুনলেন শুভেন্দু, পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Post Poll Violence: ভোট পরবর্তী অশান্তির নানান অভিযোগ শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিলেন পাশে থাকার বার্তা।
কলকাতা: বৃষ্টিতে ছাতা মাথায় দলীয় কর্মী, সমর্থক এবং গ্রামবাসীদের কাছ থেকে ভোট পরবর্তী অশান্তির নানান অভিযোগ শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিলেন পাশে থাকার বার্তা। লোকসভা ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বারবারই বঙ্গ বিজেপি নেতৃত্ব অভিযোগ করে আসছে যে, ‘রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকরা অনেকেই আজ ঘরছাড়া, মারধর করা হচ্ছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি করার অপরাধে নানাভাবে অত্যাচার চালানো হচ্ছে।’
এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বঙ্গ পদ্ম শিবিরের অনেক নেতৃত্বই বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুলের একাধিক জায়গা পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে হাতের নাগালে পেয়ে অত্যাচারের নানান অভিযোগ এদিন জানান গ্রামবাসীরা। ভোট পরবর্তী অশান্তির পর কী ধরনের ‘অত্যাচার’ করা হচ্ছে তা সরাসরি বিজেপি কর্মী সমর্থকদের কাছ থেকে শোনেন শুভেন্দু। আরামবাগ এলাকার বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতার পরিদর্শন চলাকালীন আচমকা এক জায়গায় বৃষ্টি শুরু হওয়ায় শুভেন্দু অধিকারীকে তখন দেখা যায় ছাতা মাথায় দিয়েই স্থানীয় নেতৃত্বের পাশাপাশি গ্রামবাসীদের সাথে বসে শুনছেন ভোট পরবর্তী অশান্তির নানান অভিযোগের কথা।
advertisement
শুভেন্দু অধিকারী বলেন,’ রাজ্যের শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের প্রতিনিয়ত হুমকিতে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সাথে সাথে স্থানীয় মানুষরাও ভীত সন্ত্রস্ত। আরামবাগ লোকসভার খানাকুলে; চব্বিশপুর বাজার, হরিশচক, মারোখানা কালি মন্দির ও রামচন্দ্রপুর হসপিটাল মাঠ এলাকায় বিজেপি কর্মী, সমর্থক ও স্থানীয় মানুষের সাথে দেখা করলাম। এলাকার মানুষদের সংঘবদ্ধ ভাবে থাকার সাথে সাথে কোনও রকম প্ররোচনার ফাঁদে যাতে কেউ না পড়েন সে বিষয়েও সজাগ থাকার পরামর্শ দিয়েছি।’
advertisement
advertisement
শুভেন্দু এও বলেন, ‘কোনও রকম সমস্যা হলে এলাকার বিধায়ক বা জেলা নেতৃত্বকে তা অবিলম্বে জানাতে বলেছি। বিজেপি দলগত ভাবে দলের প্রত্যেক কর্মী, সমর্থক, কার্যকর্তা এবং তাদের পরিবারের পাশে রয়েছে এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দিয়েছি।’ পাশাপাশি হুঁশিয়ারির সুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান,’ তৃণমূল কংগ্রেস ও পুলিশের অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তো হবেই, প্রতিরোধও হবে।’
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2024 11:31 PM IST