Post Poll Violence Case: ভোট পরবর্তী অশান্তি মামলা, তলব করা হল লাভপুরের বিধায়ককে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শনিবার হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ বিধায়ক অভিজিৎ সিনহাকে
#কলকাতা: বিভিন্ন দিক থেকে অনুব্রত মণ্ডলকে ঘেরাটোপে ফেলার চেষ্টা জারি রেখেছে সিবিআই। গরু পাচার মামলায় যেমন অনুব্রত ঘনিষ্ঠজনদের বয়ান রেকর্ড করছে সিবিআই, তেমন ভোট পরবর্তী অশান্তি মামলাতেও তাঁর ঘনিষ্ঠরা সিবিআই নজরে। শনিবার সিবিআইয়ের দুর্গাপুর ক্যাম্প অফিসে তলব করা অনুব্রত ঘনিষ্ঠ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ওরফে রানাকে।
প্রসঙ্গত ২০২১ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ রয়েছে। বিজেপির তরফে অভিযোগ বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের খুন করা হয়েছে। আবার অনেকে দীর্ঘ দিন ঘর ছাড়া ছিল। উল্লেখ্য সেই সময় ইলামবাজারের এক বিজেপি কর্মী খুন হন। সেই মামলার প্রেক্ষিতেই অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শুধু তাই নয়, বীরভূম তৃণমূল জেলা সভাপতির বেশ কয়েকজন ঘনিষ্ঠ, চালক, দেহরক্ষীকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসেরও বয়ান রেকর্ড করেছে সিবিআই। এবার ডেকে পাঠানো হয়েছে লাভপুরের বিধায়ককে। এখন দেখার অভিজিৎ সিনহা হাজিরা দেবেন, না কি তিনিও আইনজীবী পাঠিয়ে সময় চেয়ে নেবেন।
advertisement
তবে এই মামলাতেই বৃহস্পতিবার টানা কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রতকে। সিবিআই সূত্রে খবর, বীরভূমের ভোট পরবর্তী অশান্তি মামলার তদন্ত করতে গিয়ে অনুব্রত মণ্ডল-সহ বীরভূম তৃণমূলের বেশ কয়েকজন নেতা, কর্মী ও প্রভাবশালী সিডিআর হাতে পেয়েছে তদন্তকারীরা। সেই ফোন ডিটেলস রেকর্ড খতিয়ে দেখতে চাইছেন তাঁরা। অনুব্রতকেও সরাসরি তার ফোন কল নিয়ে প্রশ্ন করা হয়েছে। যাচাই করতে তাঁর ফোন থেকে কল করাও হয় বলেই খবর। তেমন ভাবেই যদি শনিবার অভিজিৎ সিনহা হাজিরা দেন তাহলে তার ফোন কল নিয়ে কথা বলবেন তদন্তকারীরা। করা হবে বয়ান রেকর্ড। কারণ, এক সিবিআই কর্তা জানিয়েছেন, এই মামলার ক্ষেত্রে ফোন কল ডিটেলস খুব গুরুত্বপূর্ণ। কারণ ঘটনার দিন, বা তার আগে ও পরে কে কার সাথে কি বিষয়ে কথা বলেছেন, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
Amit Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2022 10:07 PM IST