খাবার ডেলিভারি করছেন MA পাশ যুবক, দেশের চাকরির এই হাল ? সোশ্যাল মিডিয়ায় ঝড়
Last Updated:
#কলকাতা: অ্যাপে খাবার অর্ডার করেছিলেন কলকাতার এক যুবক ৷ সেই খাবার এসেছিল সময় মত ৷ খাবারের স্বাদে কোন খামতি ছিল না, তবুও যুবকের মনে ধাক্কা লাগল ৷ আর সেই একরাশ খারাপ লাগা তিনি উগরে দিলেন ফেসবুকে ৷ কারণ যিনি খাবার দিতে এসেছিলেন অর্থাৎ ডেলিভারি বয়, তিনি MA পাশ ! এতটা উচ্চশিক্ষিত হয়েও এই কাজ করছেন তিনি ৷ যিনি খাবার অর্ডার দিয়েছিলেন, তিনি এই বিষয়ে হতাশ হয়েই ফেসবুকে একটি পোস্ট লিখে ফেললেন, যা রাতারাতি ভাইরাল ৷
ঘটনা এই শহরের ৷ সৌভিক দত্ত নামে এক যুবকের সঙ্গে এই ঘটনা ঘটে ৷ জনপ্রিয় অ্যাপ জোম্যাটোতে তিনি খাবার অর্ডার করেন ৷ কখনও খাবার এসে পৌছবে বা কে আনছে খাবার, সেটা দেখতে গিয়েই তার নজরে আসে মিরজের নাম ৷ সেদিনের ডেলিভরি বয় ছিলেন মিরাজ, যিনি স্নাতকোত্তর ৷ এতেই চমকে যান সৌভিক ৷ তিনি নিজে স্নাকত এমনই জানিয়েছেন সৌভিক ৷ এরপরই তিনি লেখেন যে দেশ তথা রাজ্যের কী হাল ৷ শিক্ষার আর কোন মানই থাকল না, এমনই লিখেছেন সৌভিক ৷ কোন কাজই ছোট নয়, কিন্তু যিনি বা যারা উচ্চশিক্ষায় নিজেদের নিযুক্ত করে, তাদের উদ্দেশ্য নিঃসন্দেহে অন্য থাকে ৷
advertisement
আরও পড়ুন swiggy-এর খাবারে রক্তমাখা ব্যান্ডেজ !
advertisement
সৌভিক জানিয়েছেন যে মিরাজ তার বাড়িতে সময়মতো খাবার পৌঁছে দেন এবং অনুরোধ করেন তার সঠিক মূল্যায়ন করতে ৷ গোটা ঘটনায় বেশ হতাশ সৌভিক প্রশ্ন তুলেছেন যে চাকরির বাজার এতটাই খারাপ ? এভাবে একজন স্নাতক, স্নাতকোত্তর এক ব্যক্তিকে মূল্যায়ন করবে ? সৌভিকের এই পোস্টকে লাইক ও শেয়ার করে সমর্থন জানিয়েছেন বহু মানুষ ৷ তার পোস্টটি এখন ভাইরাল ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2019 11:37 AM IST