খাবার ডেলিভারি করছেন MA পাশ যুবক, দেশের চাকরির এই হাল ? সোশ্যাল মিডিয়ায় ঝড়

Last Updated:
#কলকাতা:  অ্যাপে খাবার অর্ডার করেছিলেন কলকাতার এক যুবক ৷ সেই খাবার এসেছিল সময় মত ৷ খাবারের স্বাদে কোন খামতি ছিল না, তবুও যুবকের মনে ধাক্কা লাগল ৷ আর সেই একরাশ খারাপ লাগা তিনি উগরে দিলেন ফেসবুকে ৷ কারণ যিনি খাবার দিতে এসেছিলেন অর্থাৎ ডেলিভারি বয়, তিনি MA পাশ ! এতটা উচ্চশিক্ষিত হয়েও এই কাজ করছেন তিনি ৷ যিনি খাবার অর্ডার দিয়েছিলেন, তিনি এই বিষয়ে হতাশ হয়েই ফেসবুকে একটি পোস্ট লিখে ফেললেন, যা রাতারাতি ভাইরাল ৷
ঘটনা এই শহরের ৷ সৌভিক দত্ত নামে এক যুবকের সঙ্গে এই ঘটনা ঘটে ৷ জনপ্রিয় অ্যাপ জোম্যাটোতে তিনি খাবার অর্ডার করেন ৷ কখনও খাবার এসে পৌছবে বা কে আনছে খাবার, সেটা দেখতে গিয়েই তার নজরে আসে মিরজের নাম ৷ সেদিনের ডেলিভরি বয় ছিলেন মিরাজ, যিনি স্নাতকোত্তর ৷ এতেই চমকে যান সৌভিক ৷ তিনি নিজে স্নাকত এমনই জানিয়েছেন সৌভিক ৷ এরপরই তিনি লেখেন যে দেশ তথা রাজ্যের কী হাল ৷ শিক্ষার আর কোন মানই থাকল না, এমনই লিখেছেন সৌভিক ৷ কোন কাজই ছোট নয়, কিন্তু যিনি বা যারা উচ্চশিক্ষায় নিজেদের নিযুক্ত করে, তাদের উদ্দেশ্য নিঃসন্দেহে অন্য থাকে ৷
advertisement
advertisement
সৌভিক জানিয়েছেন যে মিরাজ তার বাড়িতে সময়মতো খাবার পৌঁছে দেন এবং অনুরোধ করেন তার সঠিক মূল্যায়ন করতে ৷ গোটা ঘটনায় বেশ হতাশ সৌভিক প্রশ্ন তুলেছেন যে চাকরির বাজার এতটাই খারাপ ? এভাবে একজন স্নাতক, স্নাতকোত্তর এক ব্যক্তিকে মূল্যায়ন করবে ? সৌভিকের এই পোস্টকে লাইক ও শেয়ার করে সমর্থন জানিয়েছেন বহু মানুষ ৷ তার পোস্টটি এখন ভাইরাল ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
খাবার ডেলিভারি করছেন MA পাশ যুবক, দেশের চাকরির এই হাল ? সোশ্যাল মিডিয়ায় ঝড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement