১৯ রাজ্যে বিজেপি, তবে বাংলায় ক্ষমতা ছাড়া জয় সম্পূর্ণ হবে না : অমিত

Last Updated:
#কলকাতা: বাংলায় দাঁড়িয়ে বাংলা দখলের ডাক দিয়ে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ ৷ তৃণমূল সরকারকে সরিয়ে তাঁদের এ রাজ্যে আনার আর্জি রাজ্যবাসীর কাছে রাখলেন অমিত ৷ ক্ষমতায় আসলে নিজেদের প্রমাণ করবেন বলে দাবি জানিয়ে গেলেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড ৷ বাংলা কংগ্রেসকে সুযোগ দিয়েছে, বাম এবং এখন তৃণমূলের ওপরও আস্থা রেখেছেন রাজ্যের মানুষ ৷ একবার বিজেপিকেও সেই দায়িত্ব দিক বাংলার মানুষ, রাজ্যবাসীর কাছে এই অনুরোধ রেখে গেলেন অমিত শাহ ৷
আজ মেয়ো রোডের সমাবেশ থেকে তৃণমূল সরকারের কটাক্ষ করতে তাঁর বক্তব্য এই জমানায় রাজ্যে মাফিয়ারাজ চলছে ৷ তৃণমূলের শাসনে বাংলায় অস্ত্র কারখানা তৈরি হয়েছে, বেড়েছে দুর্নীতি, বক্তব্য অমিতের ৷ তিনি আরও বলেন এই রাজ্যে জিডিপির হার ২৫% থেকে ৩% নেমে এসেছে ৷ তাঁর সাফ বক্তব্য বাংলার ক্ষমতা পেয়েও উন্নয়ন করতে পারেনি তৃণমূল সরকার ৷ তবে তিনি জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে শুধুমাত্র রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবে বিজেপি ৷
advertisement
এই প্রসঙ্গে তিনি পঞ্চায়েত ভোটের কথা উল্লেখ করে জানান, পঞ্চায়েত ভোটে তাঁদের কর্মীদের ওপর হামলা সত্ত্বেও বিজেপির ফল ভাল ছিল ৷ এতেই উৎসাহী তাদের কর্মীরা, বলছেন অমিত ৷ কর্মী সমর্থকদের উদ্দেশ্য অমিতের বক্তব্য ২০১৯-এ বাংলায় ২২ আসনে জিতবে হবে ৷ এই মুহূর্তে দেশে ১৯টি রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ এবার পাখির চোখ বাংলা ৷ কারণ বিজেপি সভাপতির স্পষ্ট বার্তা 'বাংলায় ক্ষমতা ছাড়া জয় সম্পূর্ণ হয় না' ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১৯ রাজ্যে বিজেপি, তবে বাংলায় ক্ষমতা ছাড়া জয় সম্পূর্ণ হবে না : অমিত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement