‘যতক্ষণ আমি আছি, ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না’, স্পষ্ট জানিয়ে দিলেন যাদবপুরের উপাচার্য

Last Updated:

হস্পতিবার চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের।

#কলকাতা: কোনও অবস্থাতেই ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না ৷ স্পষ্টভাবে জানিয়ে দিলেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ৷ বৃহস্পতিবার চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বাবুল। চশমা খুলে যায় তাঁর। পরিস্থিতি সামলাতে এসে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন উপাচার্য। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে হয় উপাচার্যকে। অন্যদিকে, ঘটনায় প্রবল ক্ষুব্ধ হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় ফোন করেন উপাচার্যকে। তবে উপাচার্য তাঁর সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বাবুল সুপ্রিয়কে ঘিরে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভে ধুন্ধুমার। কেন্দ্রীয় মন্ত্রীকে গো-ব্যাক স্লোগান। চলে ধাক্কাধাকি ৷ এমনকী একজন ছাত্রের বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র চুল ধরে টানার অভিযোগও উঠেছে ৷ ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বাবুল। খুলে যায় চশমা। ছিঁড়ে যায় জামা ৷ বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
advertisement
এরমধ্যেই রাজ্যপাল ফোন করেন উপাচার্যকে। পরিস্থিতি সামলাতে আসেন উপাচার্য। তাঁর সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয়। বেরোনোর সময় ফের শুরু হয় বিক্ষোভ। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উপাচার্য সুরঞ্জন দাস।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘যতক্ষণ আমি আছি, ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না’, স্পষ্ট জানিয়ে দিলেন যাদবপুরের উপাচার্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement