Police Station: ১ দিন আগেও ছিল থানা, সামনে নীল বাতি লাগানো গাড়ি! নকল পুলিশের পর্দা ফাঁস করল আসল পুলিশ

Last Updated:

Police Station: দেখতে ‘ক্রেট’-এর মতো! ঘরের দেওয়ালের ফাটলে, বইয়ের তাকে লুকিয়ে থাকে...এই সাপকে পৃথিবীর সবচেয়ে 'অভাগা' সাপ কেন বলে জানেন

১ দিন আগেও ছিল থানা, সামনে নীল বাতি লাগানো গাড়ি! নকল পুলিশের পর্দা ফাঁস করল আসল পুলিশ
১ দিন আগেও ছিল থানা, সামনে নীল বাতি লাগানো গাড়ি! নকল পুলিশের পর্দা ফাঁস করল আসল পুলিশ
কলকাতা: ১ দিন আগেও বাড়িটাকে সবাই চিনত থানা হিসেবে। বাইরে বড় বড় অক্ষরে লাগানো ছিল পুলিশের সাইন বোর্ড। নীল বাতি লাগানো গাড়ি। এক রাতেই বদলে গেল চিত্র। গোটা থানাটাই ভুয়ো! ভুয়ো থানা খুলে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দিল্লির নয়ডায় গ্রেফতার বিভাস অধিকারী। এবার বিভাসের পাশাপাশি গ্রেফতার আরও ৫। ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার
সূত্রের খবর, P294 CIT Road-এ গত একমাস আগে ফ্ল্যাট ভাড়া নেন বিভাস অধিকারী। স্থানীয়দের দাবি, ১০-১২ জনের আনাগোনা ছিল এই ঠিকানায়। এরমধ্যে বেশ কয়েকজনের কাছে থাকত বন্দুক
নিল বাতি লাগানো গাড়ি দাড়িয়ে থাকত বাড়ির বাইরে। বাড়ির বাইরে গতকাল পর্যন্ত লাগানো ছিল পুলিশের বোর্ড আজ ভোরবেলায় তা খুলে দেওয়া হয়। এখনও ফ্ল্যাটের ভিতরে ভুয়ো পুলিশের স্টিকার দেখা যাচ্ছে। ঘটনাস্থলে আসে বেলেঘাটা থানার পুলিশ।
advertisement
advertisement
৩০ জুলাই বেলেঘাটা থানার পুলিশ জানতে পারে ,একটি এনজিও বেলিয়াঘাটার P-294, CIT রোড,‘International Police & Crime Investigation Bureau’ নামে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। থানার হস্তক্ষেপে সংস্থার প্রতিনিধিদের ডেকে পাঠানো হয় এবং কাগজপত্র যাচাই করার পর তাদের সেই সাইনবোর্ড সরানোর নির্দেশ দেওয়া হয়।
advertisement
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তারা এই ঠিকানা থেকে কোনও কার্যক্রম শুরু করেনি। পুলিশের পক্ষ থেকে সংস্থার আইনজীবীকে বলা হয়, ‘Police’ শব্দ এবং নীল-লাল রঙের চিহ্ন শুধুমাত্র রাজ্য বা কেন্দ্র সরকারের পুলিশ সংস্থাগুলিই ব্যবহার করতে পারে। এই বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে বেলেঘাটা থানার পুলিশ।
advertisement
জানা গিয়েছে, ২২০ বিবেকানন্দ রোড মানিকতলায় অফিস খোলার নাম করে গত বছর নভেম্বর ডিসেম্বর মাসে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল বিভাস অধিকারী। চলতি বছরের জুন মাসে শেষের দিকে ফ্ল্যাটটি ছেড়ে দেন তারপরেই গিয়ে ওঠে ফুলবাগানের ঠিকানায়। ফ্ল্যাটের মালিকের কথায় বন্দুকধারী নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে আসতেন। যে গাড়ি নিয়ে আসতো প্রত্যেক কটিতে নীলবাতি লাগানো থাকত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Police Station: ১ দিন আগেও ছিল থানা, সামনে নীল বাতি লাগানো গাড়ি! নকল পুলিশের পর্দা ফাঁস করল আসল পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement