রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

Last Updated:
#কলকাতা: রাজ্যে প্রথম তিন দফায় ভোটে নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট বিশেষ পুলিশ পর্যবেক্ষক। প্রথম তিন দফাতে ভোট হবে আট জেলায়। নিরাপত্তার দিক থেকে এই জেলাগুলি তৈরি বলে মত বিবেক দুবের। এদিন ৮ জেলা প্রশাসনের সঙ্গে নিরাপত্তা ভিডিও কনফারেন্স করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক।
নিরাপত্তা নিয়ে বিরোধীদের ভুরি ভুরি অভিযোগ। প্রথম তিন দফায় ভোটে নিরাপত্তা নিশ্চিত করাই এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার।
সোমবার সংশ্লিষ্ট আট জেলার ডিএম ও এসপিদের সঙ্গে বৈঠক করেন পুলিশ পর্যবেক্ষক। নিরাপত্তার কাজ নিয়ে জেলা প্রশাসনকে সার্টিফিকেট বিবেক দুবের।
advertisement
যদিও বিরোধী দলগুলো অন্যরকমই অভিযোগ করছে। আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানিয়ে রাজ্যের সব বুথকে স্পর্শকাতর ঘোষণারও দাবি তুলেছিল বিরোধীরা। মুখ্য পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকেও একাধিক অভিযোগ তোলে বিরোধী দলগুলো।
advertisement
কোচবিহার ও আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গায় এখনও আধাসেনা পাঠানো হয়নি ৷ যদিও এখনই এইসব অভিযোগকে গুরুত্ব দেওয়ার কারণ পাননি বিশেষ পুলিশ পর্যবেক্ষক। আগামী দু-দিনও একাধিক বৈঠক করবেন বিবেক দুবে।
- মঙ্গলবার ডিজির আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক
- বুধবার শিলিগুড়িতে জেনারেল অবজার্ভারদের সঙ্গে বৈঠক
বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকের পর তিন জেলার নিরাপত্তা নিয়ে আপাতত স্বস্তি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement