২৪ ঘণ্টার মধ্যে গড়িয়াহাটে বৃদ্ধা খুনের কিনারা, ট্যুইটে জানালেন পুলিশ কমিশনার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
২৪ ঘণ্টার মধ্যে গড়িয়াহাটে বৃদ্ধা খুনের কিনারা। গ্রেফতার বড় বউমা ও নাতনি। তাদের নাম ডিম্পল ঝুন্ড ও কনিকা ঝুন্ড।
Susovan Bhattacharjee
#কলকাতা: শহরে একের পর এক খুন! টার্গেট একাকী বৃদ্ধ অথবা বৃদ্ধা। গড়িয়াহাটের গরচা ফাস্ট লেনের ৬৫ বছরের বৃদ্ধা উর্মিলা কুমারী খুন, টার্গেট সেই একাকী বৃদ্ধা। লালবাজারের তরফে বারবার শহরের প্রবীণদের প্রতি সজাগ থাকার কথা বললেও কার্যত ব্যার্থ ৷ প্রশ্ন উঠছে তাহলে কি পুলিশ সজাগ? এবার সেই প্রশ্নের ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার হল সেই খুনের অভিযুক্ত বৌমা ও নাতনি। তাও গ্রেফতারির কথা খোদ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ট্যুইট করে জানাচ্ছেন।
advertisement
অনেক প্রবীণই যখন ভরসা হারাচ্ছেন পুলিশের উপর, ঠিক তখনই গ্রেফতারের খবর ট্যুইট করে জানাবার পরে অনেকেই মনে করছেন এটি ভরসা ফেরানোর উপায়। এই গ্রেফতারের খবর নগরপাল ট্যুইট অ্যাকাউন্টে জানায়ে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে। তার তাতে গোয়েন্দা প্রধান মুরলী ধর শর্মাও রিট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। গ্রেফতারের খবর টুইটারে দেখে সমাজের অনেকেই বলছেন একটু বাড়তি নজর হলেই চিরস্থায়ী হবে ভরসা।
advertisement
advertisement
২৪ ঘণ্টার মধ্যে গড়িয়াহাটে বৃদ্ধা খুনের কিনারা। গ্রেফতার বড় বউমা ও নাতনি। তাদের নাম ডিম্পল ঝুন্ড ও কনিকা ঝুন্ড। খুনে জড়িত বড় বউমার প্রেমিকও। তার খোঁজে ভিনরাজ্যে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ফ্ল্যাট নিজের নামে করাতে শাশুড়ি উর্মিলাকে চাপ দিয়েছিলেন বড় বউমা ডিম্পল। বৃদ্ধা ফ্ল্যাট দিতে রাজি না হওয়ায় খুন বলেই দাবি গোয়েন্দাদের। বউমার প্রেমিকই বৃ্দ্ধার গলা কাটে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত পুলিশ। বৃহস্পতিবার থেকে শুক্রবার পরিবারের পাঁচজনকে দফায় দফায় জেরা করা হয়। পুলিশের দাবি, জেরায় প্রচুর অসঙ্গতি মেলে। এরমধ্যে বাড়িওয়ালা পুলিশকে জানান, উর্মিলার ঘর থেকে গোঙ্গানির আওয়াজ পাওয়া যায়। নাতনির নাম ধরে ডাকার আওয়াজও তিনি শোনেন। এদিকে, পুলিশের দাবি জীবন্ত অবস্থায় কোপানো হয় বৃদ্ধা উর্মিলা ঝুন্ডকে।
advertisement
Kudos #TeamKolkataPolice Gariahat Murder of elderly lady cracked. Daughter-in-law & granddaughter of deceased lady arrested . The case detected within 24 hours of reporting. @KolkataPolice @KPDetectiveDept
— CP Kolkata (@CPKolkata) December 13, 2019
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2019 10:22 PM IST