Honey trap in Kolkata: তরুণীর ডাকে ফ্ল্যাটে গিয়ে সর্বনাশ যুবকের, পাল্টা ফাঁদ পাতল পুলিশ! ধৃত দম্পতি সহ ৪

Last Updated:

ওই তরুণী এবং তার স্বামী এর আগেও বেশ কয়েকজনকে এ ভাবেই ফাঁদে ফেলে বেশ কয়েকজনের থেকে টাকা আদায় করেছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: খাস কলকাতাতেই হানি ট্র্যাপে পা দিয়ে যুবক৷ হোটেলে ডেকে নিয়ে গিয়ে যুবকের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক তরুণী এবং তাঁর স্বামী ও সঙ্গীদের বিরুদ্ধে৷ এই ঘটনায় অভিযুক্ত দম্পতি সহ চার জনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপের মাধ্যমেই ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় অভিযোগকারী যুবকের৷ পাটুলির বাসিন্দা ওই যুবক সদ্য পলিটেকনিক পাস করেছেন৷ জানা গিয়েছে, ডেটিং অ্যাপে পরিচয়ের পর গতকাল ওই যুবককে গল্ফ গ্রিন এলাকায় নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান ওই তরুণী৷
অভিযোগ, ওই ফ্ল্যাটে পৌঁছে যুবক দেখেন, সেখানে ওই তরুণী ছাড়াও আরও দুই যুবক রয়েছেন৷ এর পর অভিযুক্ত যুবককে সেখানে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ৷ ওই যুবকের মাকে ফোন করে এক লক্ষ টাকা নিয়ে আসতে হবে বলে দাবি জানায় অভিযুক্ত তরুণী এবং তার সঙ্গে থাকা দুই যুবক৷
advertisement
advertisement
ছেলেকে ছাড়াতে এক লক্ষ টাকা দিতে হবে বলে ফোন পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন অভিযোগকারী যুবকের মা৷ গোটা বিষয়টি পাটুলি থানায় গিয়ে জানান তিনি৷ এর পর অভিযুক্তদের ধরতে তাদের দাবি মতো টাকা দেওয়ার টোপ দেয় পুলিশ৷ টাকা নেওয়ার জন্য ওই গড়িয়া মোড়ে আসতে বলা হয় ওই তরুণীর সঙ্গীদের৷
advertisement
সেই মতো গড়িয়া মোড়ে পৌঁছয় দুই যুবক৷ সেখানেই তাদের গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই কলকাতায় অন্য একটি ফ্ল্যাটের খোঁজ পায় পুলিশ৷ সেখানে হানা দিয়েই আটক যুবককে উদ্ধার করে পুলিশ৷ ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী এবং তাঁর স্বামীকে৷
পুলিশ সূত্রে খবর, ওই তরুণী এবং তার স্বামী এর আগেও বেশ কয়েকজনকে এ ভাবেই ফাঁদে ফেলে বেশ কয়েকজনের থেকে টাকা আদায় করেছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Honey trap in Kolkata: তরুণীর ডাকে ফ্ল্যাটে গিয়ে সর্বনাশ যুবকের, পাল্টা ফাঁদ পাতল পুলিশ! ধৃত দম্পতি সহ ৪
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement