Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কয়্যারে ফের দর্শক প্রবেশ বন্ধ করল পুলিশ, পাল্টা হুমকি সজল ঘোষের

Last Updated:

সজল ঘোষের অভিযোগ, গত কয়েক বছর ধরেই কলকাতা পুলিশ সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর ক্ষেত্রে এই ভাবে দর্শক প্রবেশ বন্ধ করে দিচ্ছে৷

সন্তোষ মিত্র স্কয়্যারের মণ্ডপের সামনে সজল ঘোষ৷
সন্তোষ মিত্র স্কয়্যারের মণ্ডপের সামনে সজল ঘোষ৷
কলকাতা: বাঁধভাঙা ভিড়। আর সেই ভিড়ের চাপেই সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিল পুলিশ৷ এমনই দাবি করেছেন সন্তোষ মিত্র স্কয়্যারের প্রধান কর্মকর্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ৷ তাঁর অভিযোগ, পুজো কমিটির সঙ্গে কোনও কথা না বলেই বিকেল থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সন্তোষ মিত্র স্কয়্যারের মণ্ডপে দর্শনার্থীদের ঢুকতে দিচ্ছে না পুলিশ৷ পাল্টা মণ্ডপ নিষ্প্রদীপ করে পুলিশের আচরণের প্রতিবাদ জানানোর হুমকি দিয়েছেন বিজেপি নেতা৷
তবে আজই প্রথম নয়, গতকাল রাতেও সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল পুলিশ৷ এ দিন বিকেলের পরই শিয়ালদহ এলাকায় সন্তোষ মিত্র স্কয়্যারে প্রবেশের মূল রাস্তাগুলি সবই বন্ধ করে দেয় পুলিশ৷ ফলে রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে এসেও হতাশ হয়ে ফিরে যান বহু মানুষ৷
advertisement
advertisement
পুলিশের এই আচরণের প্রবল বিরোধিতা করেছেন পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা সজল ঘোষ৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘আমাদের উপরে চিরাচরিত যে অত্যাচার হত, তা আবার শুরু হয়ে গিয়েছে৷ পাঁচটা বাজতেই রাস্তা বন্ধ করে দিয়েছে৷ ভিড় বাড়লে রাস্তা বন্ধ করুক, কিন্তু আমাদের সঙ্গে পুলিশ কথা বলার প্রয়োজন বোধ করেনি৷ আমরাও পুলিশের সঙ্গে কথা বলব না৷ এলাকার বাসিন্দাদের সবার সঙ্গে কথা বলে প্রয়োজন হলে আমরা আমাদের মণ্ডপ নিষ্প্রদীপ করে দেব৷’
advertisement
সজল ঘোষের অভিযোগ, গত কয়েক বছর ধরেই কলকাতা পুলিশ সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর ক্ষেত্রে এই ভাবে দর্শক প্রবেশ বন্ধ করে দিচ্ছে৷ কিছুক্ষণ অপেক্ষা করার পরও পুলিশ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মণ্ডপ নিষ্প্রদীপ করার হুমকিও দিয়ে রেখেছেন বিজেপি নেতা৷ তাঁর অভিযোগ, কলকাতার অন্য কোনও পুজোর ক্ষেত্রেই পুলিশের এই আচরণ দেখা যায় না৷
advertisement
এ বছর সন্তোষ মিত্র স্কয়্যারের পুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ গতকাল পুজো দেখতে এসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কয়্যারে ফের দর্শক প্রবেশ বন্ধ করল পুলিশ, পাল্টা হুমকি সজল ঘোষের
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement