Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কয়্যারে ফের দর্শক প্রবেশ বন্ধ করল পুলিশ, পাল্টা হুমকি সজল ঘোষের

Last Updated:

সজল ঘোষের অভিযোগ, গত কয়েক বছর ধরেই কলকাতা পুলিশ সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর ক্ষেত্রে এই ভাবে দর্শক প্রবেশ বন্ধ করে দিচ্ছে৷

সন্তোষ মিত্র স্কয়্যারের মণ্ডপের সামনে সজল ঘোষ৷
সন্তোষ মিত্র স্কয়্যারের মণ্ডপের সামনে সজল ঘোষ৷
কলকাতা: বাঁধভাঙা ভিড়। আর সেই ভিড়ের চাপেই সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিল পুলিশ৷ এমনই দাবি করেছেন সন্তোষ মিত্র স্কয়্যারের প্রধান কর্মকর্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ৷ তাঁর অভিযোগ, পুজো কমিটির সঙ্গে কোনও কথা না বলেই বিকেল থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সন্তোষ মিত্র স্কয়্যারের মণ্ডপে দর্শনার্থীদের ঢুকতে দিচ্ছে না পুলিশ৷ পাল্টা মণ্ডপ নিষ্প্রদীপ করে পুলিশের আচরণের প্রতিবাদ জানানোর হুমকি দিয়েছেন বিজেপি নেতা৷
তবে আজই প্রথম নয়, গতকাল রাতেও সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল পুলিশ৷ এ দিন বিকেলের পরই শিয়ালদহ এলাকায় সন্তোষ মিত্র স্কয়্যারে প্রবেশের মূল রাস্তাগুলি সবই বন্ধ করে দেয় পুলিশ৷ ফলে রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে এসেও হতাশ হয়ে ফিরে যান বহু মানুষ৷
advertisement
advertisement
পুলিশের এই আচরণের প্রবল বিরোধিতা করেছেন পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা সজল ঘোষ৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘আমাদের উপরে চিরাচরিত যে অত্যাচার হত, তা আবার শুরু হয়ে গিয়েছে৷ পাঁচটা বাজতেই রাস্তা বন্ধ করে দিয়েছে৷ ভিড় বাড়লে রাস্তা বন্ধ করুক, কিন্তু আমাদের সঙ্গে পুলিশ কথা বলার প্রয়োজন বোধ করেনি৷ আমরাও পুলিশের সঙ্গে কথা বলব না৷ এলাকার বাসিন্দাদের সবার সঙ্গে কথা বলে প্রয়োজন হলে আমরা আমাদের মণ্ডপ নিষ্প্রদীপ করে দেব৷’
advertisement
সজল ঘোষের অভিযোগ, গত কয়েক বছর ধরেই কলকাতা পুলিশ সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর ক্ষেত্রে এই ভাবে দর্শক প্রবেশ বন্ধ করে দিচ্ছে৷ কিছুক্ষণ অপেক্ষা করার পরও পুলিশ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মণ্ডপ নিষ্প্রদীপ করার হুমকিও দিয়ে রেখেছেন বিজেপি নেতা৷ তাঁর অভিযোগ, কলকাতার অন্য কোনও পুজোর ক্ষেত্রেই পুলিশের এই আচরণ দেখা যায় না৷
advertisement
এ বছর সন্তোষ মিত্র স্কয়্যারের পুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ গতকাল পুজো দেখতে এসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কয়্যারে ফের দর্শক প্রবেশ বন্ধ করল পুলিশ, পাল্টা হুমকি সজল ঘোষের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement