TMC Councilor Brother Arrested: ফাঁদ পেতেছিল পুলিশ, টের পাননি তৃণমূল কাউন্সিলরের দাদা! বরানগরে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী চুনুয়া সহ ৪

Last Updated:

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং পুলিশ অফিসাররা ছদ্মবেশে তাদের জন্য অপেক্ষা করেছিলেন৷

টিটাগড় পুরসভার তৃণমূল কাউন্সিলর এনাম খানের দাদা ধৃত মহম্মদ খুররাম৷
টিটাগড় পুরসভার তৃণমূল কাউন্সিলর এনাম খানের দাদা ধৃত মহম্মদ খুররাম৷
সুবীর দে, বরানগর: কয়েকদিন আগেই টিটাগড়ে নিজের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল৷ এবার টিটাগড় পুরসভারই আর এক তৃণমূল কাউন্সিলরের দাদার মোবাইল ফোন ট্র্যাক করেই বরানগর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কুখ্যাত দুস্কৃতী চুনুয়া ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ৷ জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কাউন্সিলরের দাদা মহম্মদ খুররামকেও গ্রেফতার করেছে পুলিশ৷
ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও উদ্ধার করেছে পুলিশ৷৷ তৃণমূল কাউন্সিলরের দাদা মহম্মদ খুররামের বিরুদ্ধেও এলাকায় অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে কুখ্যাত দুষ্কৃতী চুনুয়ার সঙ্গে দেখ করতে যায় তৃণমূল কাউন্সিলর এনাম খানের দাদা মহম্মদ খুররাম৷ তখনই খুররামের মোবাইল ফোন ট্যাক করে হাতেনাতে চুনুয়া এবং তার দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ৷ অনেকদিন ধরেই এই চুনুয়াকে খুঁজছিল পুলিশ৷ চুনুয়ার নামে একাধিক খুন এবং ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। পুলিশ হন্যে হয়ে খুঁজেও চুনুয়া কে ধরতে পারছিল না। এর মধ্যেই গোপন সূত্রে পুলিশ খবর পায়, তৃণমূল কাউন্সিলরের দাদার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে ওই দুষ্কৃতীর৷ এর পরই খুররামের ফোন ট্যাক করতে শুরু করে পুলিশ৷
advertisement
advertisement
শুক্রবার রাতে যে খুররাম চুনুয়ার সঙ্গে দেখা করতে যাবে, সেই খবর পায় পুলিশ৷ সেই মতোই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং পুলিশ অফিসাররা ছদ্মবেশে তাদের জন্য অপেক্ষা করেছিলেন৷ সেই ফাঁদেই পা দিয়ে ফেলে খুররাম এবং চুনুয়া৷ বরানগর এলাকা থেকে হাতেনাতে তাদের গ্রেফতার করে পুলিশ৷ শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Councilor Brother Arrested: ফাঁদ পেতেছিল পুলিশ, টের পাননি তৃণমূল কাউন্সিলরের দাদা! বরানগরে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী চুনুয়া সহ ৪
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement