Poila Baisakh Weather: পয়লা বৈশাখে গত দশ বছর, কেমন গরম ছিল কলকাতায়? চমকে ওঠা তথ্য
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Poila Baisakh Weather: পয়লা বৈশাখের দশ বছর। কেমন গরম ছিল কলকাতায়? কলকাতার পারদ ৪০ ছুঁয়েছে কতবার?
কলকাতা: পয়লা বৈশাখের দশ বছর। কেমন গরম ছিল কলকাতায়? ৪০ ছুঁয়েছে কলকাতার পারদ কতবার! আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড বলছে গত ১০ বছরে শুধুমাত্র ২০১৬ সালের পয়লা বৈশাখেই তাপমাত্রা ৪০ ছুঁয়েছিল।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁয়েছে ২০১৪ সালে এবং ২০১৬ সালে। যদিও এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রয়েছে ১৯৮০ সালে। কিন্তু নির্দিষ্টভাবে পয়লা বৈশাখে একমাত্র ২০১৬ সালেই ৪০ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। এবারও তাই ঘটল।
কলকাতায় গত ১০ বছরে দ্বিতীয়বার বছরের প্রথম দিন পয়লা বৈশাখে ৪০ ডিগ্রি ছুঁল পারদ। গত দশ বছরে পয়লা বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিল একমাত্র ২০১৬ সালেই ৪০ ডিগ্রি তাপমাত্রা স্পর্শ করেছিল। ১৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রার কলকাতায় সর্বকালীন রেকর্ড ১৯৫৯ সালে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
advertisement
আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়ির পাশের পুকুর থেকে এ কী উদ্ধার হল! ৩২ ঘণ্টা পরও তল্লাশি, অবাক সিবিআই
এবার এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় ১৫ এপ্রিল কোন বছরে কত তাপমাত্রা ছিল-- গত বছর ২০২২ সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালে তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালে তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৬ সালে ৪০ ডিগ্রি সেলসিয়াস। ২০১৫ সালে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালে কলকাতায় ১৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা পরিসংখ্যানে সর্বকালীন রেকর্ড ১৯৮০ সালের ২৫ এপ্রিল। ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ৪১ ডিগ্রির উপরে গত ১০ বছরে এপ্রিল মাসে দু বছরের তাপমাত্রা রয়েছে। ২০১৪ সালে ১২ এপ্রিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১৬ সালের ২৬ এপ্রিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 10:11 AM IST