Poila Baisakh Weather: পয়লা বৈশাখে গত দশ বছর, কেমন গরম ছিল কলকাতায়? চমকে ওঠা তথ্য

Last Updated:

Poila Baisakh Weather: পয়লা বৈশাখের দশ বছর। কেমন গরম ছিল কলকাতায়? কলকাতার পারদ ৪০ ছুঁয়েছে কতবার?

এ কী গরম!
এ কী গরম!
কলকাতা: পয়লা বৈশাখের দশ বছর। কেমন গরম ছিল কলকাতায়? ৪০ ছুঁয়েছে কলকাতার পারদ কতবার! আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড বলছে গত ১০ বছরে শুধুমাত্র ২০১৬ সালের পয়লা বৈশাখেই তাপমাত্রা ৪০ ছুঁয়েছিল।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁয়েছে ২০১৪ সালে এবং ২০১৬ সালে। যদিও এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রয়েছে ১৯৮০ সালে। কিন্তু নির্দিষ্টভাবে পয়লা বৈশাখে একমাত্র ২০১৬ সালেই ৪০ ডিগ্রি ছুঁয়েছে  তাপমাত্রা। এবারও তাই ঘটল।
কলকাতায় গত ১০ বছরে দ্বিতীয়বার বছরের প্রথম দিন পয়লা বৈশাখে ৪০ ডিগ্রি ছুঁল পারদ। গত দশ বছরে পয়লা বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিল একমাত্র ২০১৬ সালেই ৪০ ডিগ্রি তাপমাত্রা স্পর্শ করেছিল। ১৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রার কলকাতায় সর্বকালীন রেকর্ড ১৯৫৯ সালে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
advertisement
এবার এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় ১৫ এপ্রিল কোন বছরে কত তাপমাত্রা ছিল-- গত বছর ২০২২ সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালে তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালে তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৬ সালে ৪০ ডিগ্রি সেলসিয়াস। ২০১৫ সালে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালে কলকাতায় ১৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা পরিসংখ্যানে সর্বকালীন রেকর্ড ১৯৮০ সালের ২৫ এপ্রিল। ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ৪১ ডিগ্রির উপরে গত ১০ বছরে এপ্রিল মাসে দু বছরের তাপমাত্রা রয়েছে। ২০১৪ সালে ১২ এপ্রিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১৬ সালের ২৬ এপ্রিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Poila Baisakh Weather: পয়লা বৈশাখে গত দশ বছর, কেমন গরম ছিল কলকাতায়? চমকে ওঠা তথ্য
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement