Mamata Banerjee's Birthday: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি, কেজরিওয়াল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee's Birthday: রবিবার ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: রবিবার ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে ৯টা ৫০ নাগাদ মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ করে এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির জন্মদিনে আমার শুভেচ্ছা। ওনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা’।
রবিবার ৫ জানুয়ারি ৭১তম জন্মদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বয়স হল ৭০ বছর। দেশ বিদেশ থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন বাংলার মুখ্যমন্ত্রী। ২০১১ থেকে ১৪ বছর রাজ্যে ক্ষমতায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যে তাঁর বিভিন্ন বিষয়ে অবদানের সঙ্গেই রাজনীতিতে সৌজন্যের শিক্ষা তিনি বার বার দিয়েছেন।
advertisement
advertisement
On her birthday, I convey my greetings to West Bengal CM Mamata Didi. Praying for her long and healthy life. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) January 5, 2025
প্রধানমন্ত্রী মোদি দলগত ভাবে তৃণমূল বিরোধী হলেও সৌজন্যতায় কোনও খামতি রাখলেন না। তাই সকাল সকাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন তিনি।
advertisement
Wishing Mamata didi a very happy birthday. Praying for your good health and long life.@MamataOfficial
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2025
মোদির পাশাপাশি দিল্লির প্রাক্তমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি’।
advertisement
পাশাপাশি জন্মদিনে শুভেচ্ছা জানান, রাহুল গান্ধি এবং প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। রাহুল গান্ধি লেখেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাজিকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি।’
প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, “রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে যেদিন কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়, সেদিন আমি শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি তখন শ্রীরামপুরের সাংসদ। আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন, তখন সোমেন মিত্রর ফোন এল। সীতারাম কেশরী টেলিফোনে বলেছেন, ইউ হ্যাভ টু ডু ইট৷ ওকে তোমাকে এক্সপেল করতে হবে, কারণ আমরা ওকে করেছি৷ আমি সোমেন মিত্রকে বলেছিলাম। তুমি এটা কোরো না। কিছুতেই কোরো না। কিন্তু সোমেন মিত্রের উপরে এমন চাপ তৈরি করা হল, তাকে করতে বাধ্য হতে হল। আর প্রায়শ্চিত্তটা সেই জন্যেই। কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানিনা, এই খাদ থেকে আমরা কখন কিভাবে উঠে আসব।” বলছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য”।
advertisement
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কেউ দল গঠন করে সফল হয়েনি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছেন। কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছেন বলেই, সিপিএম পরাস্ত হয়েছে। প্রদীপ ভট্টাচার্য তাই ঠিক কথাই বলেছেন।পাশাপাশি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2025 10:24 AM IST