PM Modi Visit: আগামী ২৪ এপ্রিল রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা জানালেন শুভেন্দু

Last Updated:

PM Modi Visit: ২৪ এপ্রিল রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যায়নি। তবে মেট্রো রেলের অনুষ্ঠানে তাঁর যোগদানের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কলকাতা: ২৪ এপ্রিল রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যায়নি। তবে মেট্রো রেলের অনুষ্ঠানে তাঁর যোগদানের কথা রয়েছে।
এই উপলক্ষে চলতি মাসে রাজ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসতে পারেন বলে জানান শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিরোধী দলনেতা জানিয়েছেন, দুদিনের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ এপ্রিলের পর রাজ্যে আসতে পারেন মোদি। প্রাথমিক ভাবে এমনটাই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
advertisement
advertisement
রবিবার ওয়াকফ ও শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে মিছিল করে বিজেপি। সেই মিছিল থেকেই শুভেন্দু অধিকারী বলেন, “আগামী কিছু দিনের মধ্যে প্রধানমন্ত্রী আসার কথা আছে। তারপরেই আমরা নবান্ন অভিযানের ডাক দিতে চাই । সেটা রাজ্য সভাপতি আলোচনা করে ঘোষণা করবে দিনক্ষণ। শিক্ষক ইস্যুতে লড়াই হবে। পথ আন্দোলনের পথ দেখাবে।”
advertisement
বিরোধী দলনেতা জানা প্রধানমন্ত্রীর সফরের পরেই নবান্ন অভিযানের প্রস্তুতি নিতে চলেছে বিজেপি। এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ধর্মতলায় মিছিল করে বিজেপি। মিছিলে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার।
বাংলা খবর/ খবর/কলকাতা/
PM Modi Visit: আগামী ২৪ এপ্রিল রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা জানালেন শুভেন্দু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement