প্রধানমন্ত্রীর সভা ঘিরে উদ্দীপনা তুঙ্গে! অপারেশন সিঁদুর লেখা টি-শার্টে কর্মীদের উচ্ছ্বাস দমদমে
- Published by:Rachana Majumder
- Reported by:Susmita Mondal
Last Updated:
সভা শুরুর আগেই সকাল থেকে প্রস্তুতি তুঙ্গে ছিল দমদম সেন্ট্রাল জেলের মাঠে। বেলা বাড়তেই কর্মীদের জমায়েত শুরু হয়। ঘড়ির কাঁটা চারটে পেরোতেই মাঠ ভরে যায় কর্মী সমর্থকদের ভিড়ে।
কলকাতা: শুক্রবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রধানমন্ত্রীর আজকের এই বঙ্গসফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত তিনমাসে এই নিয়ে তিনবার বাংলার মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী।
সভা শুরুর আগেই সকাল থেকে প্রস্তুতি তুঙ্গে ছিল দমদম সেন্ট্রাল জেলের মাঠে। বেলা বাড়তেই কর্মীদের জমায়েত শুরু হয়। ঘড়ির কাঁটা চারটে পেরোতেই মাঠ ভরে যায় কর্মী সমর্থকদের ভিড়ে। অপারেশন সিঁদুর লেখা টি-শার্টে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রতিটি সভামঞ্চ থেকেই বিজেপিকে বাংলায় ফিরিয়ে আনার ডাক দিয়েছেন মোদি। এবার বঙ্গসফরের আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
advertisement
advertisement
আজ শুক্রবার বঙ্গসফরে এসে কলকাতাবাসীর পুজোর উপহার হিসেবে গুরুত্বপূর্ণ তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যার ফলে নতুন ১৩.৬১ কিলোমিটার মেট্রোপথ জুড়ল কলকাতার লাইফলাইনের সঙ্গে। বাংলা ভাষা ও বাঙালি ইস্যু নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছে তার পাল্টা কি টোটকা দেন প্রধানমন্ত্রী, সেটাই দেখার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 8:13 PM IST