কমিশনে তৃণমূলের বড় জয়! করোনা টিকার সার্টিফিকেট থেকে সরাতেই হবে মোদির ছবি
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
করোনার টিকাকরণের সার্টিফিকেটে কেন থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং নাম? এই নিয়ে আপত্তি জানিয়েই মঙ্গলবার তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়।
#কলকাতা: আগামী ৭২ ঘণ্টার মধ্যে করোনা টিকার সার্টিফিকেট এবং পেট্রল পাম্প থেকে নরেন্দ্র মোদির ছবি সরাতে হবে। কারণ ভোটের দামামা বাজার পর তথা নির্বাচন কমিশনের মডেল কোড অব কন্ডাক্ট জারি হওয়ার পর এই ভাবে সরকারি কাজের জন্য রাজনৈতিক নেতার ছবি ব্যবহার নির্বাচনী বিধি ভঙ্গের শামিল, স্পষ্ট জানিয়ে দিল ইলেকশন কমিশন। কমিশনের নির্দেশ সরকারি কাজের কোনও প্রচার নির্বাচনের অব্যবহিত পূর্বে এভাবে করা যাবে না। কমিশন বলছে যদি কোনও রাজনৈতিক দল যদি নিজস্ব অফিসে এই ধরনের ছবি লাগাতে চায় তবে তাও অবশ্যই অনুমতি সাপেক্ষে।
করোনার টিকাকরণের সার্টিফিকেটে কেন থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং নাম? এই নিয়ে আপত্তি জানিয়েই মঙ্গলবার তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ফলে বলবৎ হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি৷ তার পরেও করোনার টিকা যাঁরা পাচ্ছেন, তাঁদেরকে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া ডিজিটাল সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নাম, ছবি সহ বার্তা আসলে আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বলেই অভিযোগ করে তৃণমূল৷ দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ট্যুইটারে বিষয়টি নিয়ে প্রথমে সরব হন৷ ডেরেকই জানান, তাঁরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন৷
advertisement
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল কুমার অরোরাকে লেখা চিঠিতে ডেরেক ও ব্রায়েন দাবি করেন, 'নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও কো- উইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রধানমন্ত্রী যেভাবে কৃতিত্ব দাবি করছেন ও নিজের নাম প্রচার করছেন তা যেন বন্ধ করা হয়৷' একই সঙ্গে তৃণমূল সাংসদ দাবি করেছিলেন, 'নির্বাচন চলকালীন সাধারণ করদাতাদের অর্থে অন্যায্য ভাবে প্রধানমন্ত্রী যাতে কোনও প্রচার না করতে পারেন, তাও যেন নিশ্চিত করা হয়৷'
advertisement
advertisement
পাশাপাশি বুধবারের ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে অভিযোগ জানায় এ নিয়ে। ফিরহাদ অবশ্য শহিদ মিনারের কাছে একটি সমাবেশে কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য নিয়েও অভিযোগ জানিয়েছিলেন। কমিশন আপাতত পদক্ষেপ করল মোদির ছবি সম্বলিত র সার্টিফিকেট নিয়েই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2021 11:27 PM IST