phensedyl Smuggling: উত্তরপ্রদেশ থেকে আসা ফেনসিডিল কাশির সিরাপ ভর্তি লরি বাজেয়াপ্ত করল এসটিএফ

Last Updated:

সীমান্তে পাচারকারীদের রমরমা চিরদিনের। সীমান্তে রোজগারের বেশির ভাগের একটাই রোজগার সেটা হল পাচার। যার ফলে ধরা পড়ার পরও, তারা সেটাকেই জীবিকা করে।

#অন্ডাল: আবার নিষিদ্ধ ফেনসিডিল-সহ গ্রেফতার তিন। দশ হাজার বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার করা হয়েছে। ওই নিষিদ্ধ ফেনসিডিল, লরি সমেত উদ্ধার করে পুলিশ অন্ডাল থানাতে একটি মামলা শুরু করেছে। এবং ওই তিন জন ধৃতকে আজ দুর্গাপুর আদালতে তোলা হয়েছে। পশ্চিম বাংলার বিভিন্ন সীমান্ত থেকে মাদক পাচারের মতো ঘটনা প্রায়ই ঘটছে। যার বেশির ভাগ পুলিশের নজরে আসছে। বাজেয়াপ্ত হচ্ছে। কিন্তু বন্ধ করা যাচ্ছে না চক্রের অভ্যাস। এই বিষয়টি রীতিমত গোয়েন্দা পুলিশের কপালে ভাঁজ ফেলেছে। তাই প্রতিদিনই রাজ্য পুলিশের এসটিএফ-এর তরফে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
গতকাল, পুলিশের কাছে আগে থেকে খবর ছিল, চোরাই ভাবে ফেনসিডিল নামে কাশির সিরাপ পাচার হচ্ছে। ফেনসিডিল সিরাপ এই ভাবে নিয়ে যাওয়াটা একেবারে বেআইনি। কাল অন্ডালের কাছে দিল্লি রোডের উপর একটি পেট্রোল পাম্পের সামনে একটি ফেনসিডিল বোঝায় লরি দাঁড়িয়ে ছিল। গোয়েন্দাদের কাছে আগে থেকে খবর ছিল। তারা লরিটিকে বাজেয়াপ্ত করে। দীপু সিং, ধীরেন্দ্র প্রতাপ ও ভানুপ্রতাপ সিং নামে এই তিনজনকে গ্রেফতার করে এস টি এফ। তদন্তকারীরা জানতে পেরেছে ফেনসিডিল ভর্তি ওই লরি উত্তরপ্রদেশের অগ্রার দিক থেকে নদীয়া ও মুর্শিদাবাদের সীমান্তের দিকে আসছিল। ওই লরি থেকে দশ হাজার ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা।
advertisement
ফেনসিডিল কাশির সিরাপ হিসাবে ব্যবহার করা হয়। এই সিরাপের উপাদানের মধ্যে কোডিন ফসফেট রয়েছে। যা মানব শরীরে ঝিমুনির সৃষ্টি করে। এই সিরাপের একটি বোতল কয়েক গুণ বেশি দামে বিক্রি হয় বাংলাদেশে। ভারতের সীমান্ত এলাকায় এই সিরাপ নেশার জন্য ব্যবহৃত হয়। সব চেয়ে বেশি ব্যবহার হয় বাংলাদেশে। যার জন্য একটা বড় চক্র এই ফেনসিডিল বাংলাদেশে পাচার করে। তবুও সরকারি নজর এড়িয়ে বাংলাদেশে পাচার হচ্ছে এই নেশার ওষুধ। ফেনসিডিল যে লরিতে আসছিল, সেটার 'রোড ওয়ে' বিল কার নামে ছিল, সেটা জানতে পেরেছে গোয়েন্দারা। এই ভাবে কতদিন ধরে আসছে? ওই তিনজনকে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পাণ্ডাদের কাছ পর্যন্ত পৌঁছতে চাইছে এসটিএফ-এর গোয়েন্দারা।
advertisement
advertisement
SHANKU SANTRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
phensedyl Smuggling: উত্তরপ্রদেশ থেকে আসা ফেনসিডিল কাশির সিরাপ ভর্তি লরি বাজেয়াপ্ত করল এসটিএফ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement