শহরে ‘ভেজাল’ জ্বালানি ? জল মেশানো পেট্রোল কিনে খারাপ হল নতুন গাড়ি
Last Updated:
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঢাকুরিয়ার একটি পেট্রোল পাম্পে ৷ এই পাম্প থেকে নতুন গাড়ির জন্য পেট্রোল কিনেছিলেন সুমন্তিকা চৌধুরি নামের এক মহিলা ৷ সেখান থেকে ফেরার সময় মাঝপথেই খারাপ হয়ে যায় গাড়িটি ৷
#কলকাতা: ভেজাল-কাণ্ডে নয়া সংযোজন ৷ এবার শহরে মিলল ভেজাল জ্বালানি ৷ পেট্রোলে জল মিশিয়ে বিক্রির অভিযোগ উঠল ঢাকুরিয়ার এক পেট্রোল পাম্পের বিরুদ্ধে ৷ আর সেই জল মেশানো পেট্রোল ভরায় নষ্ট হয়ে গেল নতুন গাড়ি ৷
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঢাকুরিয়ার একটি পেট্রোল পাম্পে ৷ এই পাম্প থেকে নতুন গাড়ির জন্য পেট্রোল কিনেছিলেন সুমন্তিকা চৌধুরি নামের এক মহিলা ৷ সেখান থেকে ফেরার সময় মাঝপথেই খারাপ হয়ে যায় গাড়িটি ৷ সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হলে রিপোর্টে দেখা যায় জ্বালানি থেকে সমস্যার সূত্রপাত ৷ প্রমাণ হয় জল মেশানো পেট্রোলের কারণেই এই বিপত্তি ৷
advertisement
advertisement
এই ঘটনার পরেই লেক থানায় অভিযোগ দায়ের করেন সুমন্তিকা ৷ অভিযোগ জানান, পেট্রোল পাম্পের কর্তৃপক্ষকেও ৷ এরপরেই অবশ্য নড়েচড়ে বসে কর্তৃপক্ষ ৷
ক্ষতিপূরণ দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন তাঁরা ৷ ফেরত দেওয়া হয় পেট্রোলের দাম ৷ গাড়ি মেরামতের টাকাও দেওয়া হয় ৷ বলা হয়, নতুন ইউনিটের কাজ চলছে ৷ সেই সময়ই হয়তো পাইপ লিক করে কোনওভাবে পেট্রোলে জল মিশেছে ৷ অভিযোগ পাওয়ার পর পেট্রল বিক্রি বন্ধ করে দেয় ওই পাম্প কর্তৃপক্ষ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2018 1:04 PM IST