শহরে ‘ভেজাল’ জ্বালানি ? জল মেশানো পেট্রোল কিনে খারাপ হল নতুন গাড়ি

Last Updated:

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঢাকুরিয়ার একটি পেট্রোল পাম্পে ৷ এই পাম্প থেকে নতুন গাড়ির জন্য পেট্রোল কিনেছিলেন সুমন্তিকা চৌধুরি নামের এক মহিলা ৷ সেখান থেকে ফেরার সময় মাঝপথেই খারাপ হয়ে যায় গাড়িটি ৷

#কলকাতা: ভেজাল-কাণ্ডে নয়া সংযোজন ৷ এবার শহরে মিলল ভেজাল জ্বালানি ৷ পেট্রোলে জল মিশিয়ে বিক্রির অভিযোগ উঠল ঢাকুরিয়ার এক পেট্রোল পাম্পের বিরুদ্ধে ৷ আর সেই জল মেশানো পেট্রোল ভরায় নষ্ট হয়ে গেল নতুন গাড়ি ৷
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঢাকুরিয়ার একটি পেট্রোল পাম্পে ৷ এই পাম্প থেকে নতুন গাড়ির জন্য পেট্রোল কিনেছিলেন সুমন্তিকা চৌধুরি নামের এক মহিলা ৷ সেখান থেকে ফেরার সময় মাঝপথেই খারাপ হয়ে যায় গাড়িটি ৷ সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হলে রিপোর্টে দেখা যায় জ্বালানি থেকে সমস্যার সূত্রপাত ৷ প্রমাণ হয় জল মেশানো পেট্রোলের কারণেই এই বিপত্তি ৷
advertisement
advertisement
এই ঘটনার পরেই লেক থানায় অভিযোগ দায়ের করেন সুমন্তিকা ৷ অভিযোগ জানান, পেট্রোল পাম্পের কর্তৃপক্ষকেও ৷ এরপরেই অবশ্য নড়েচড়ে বসে কর্তৃপক্ষ ৷
ক্ষতিপূরণ দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন তাঁরা ৷ ফেরত দেওয়া হয় পেট্রোলের দাম ৷ গাড়ি মেরামতের টাকাও দেওয়া হয় ৷ বলা হয়, নতুন ইউনিটের কাজ চলছে ৷ সেই সময়ই হয়তো পাইপ লিক করে কোনওভাবে পেট্রোলে জল মিশেছে ৷ অভিযোগ পাওয়ার পর পেট্রল বিক্রি বন্ধ করে দেয় ওই পাম্প কর্তৃপক্ষ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরে ‘ভেজাল’ জ্বালানি ? জল মেশানো পেট্রোল কিনে খারাপ হল নতুন গাড়ি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement