Petrol-Diesel Price Today: অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল! কলকাতা এবং দেশের অন্যান্য শহরে আজ দাম কত ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু’একদিন অন্তর বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।
কলকাতা: দেশের সর্বত্রই সেঞ্চুরি পার করার লক্ষ্যে পেট্রোলের দাম। পাশাপাশি বেড়ে চলেছে ডিজেলের দামও। আজ, বৃহস্পতিবার কলকাতায় পেট্রোল ডিজেলের দাম অবশ্য অপরিবর্তিতই রয়েছে ৷ কলকাতায় আজ ১৭ জুন লিটার প্রতি পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৬.৫৮ টাকায় এবং ডিজেলের দাম ৯০.২৫ টাকা ৷
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু’একদিন অন্তর বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। গতকাল, বুধবার শহরে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছিল ২৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছিল ১৩ পয়সা করে ৷ বৃহস্পতিবার অবশ্য দামে কোনও হেরফের হয়নি ৷
আজ, বৃহস্পতিবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬.৬৬ টাকা ৷ ডিজেলের দাম ৮৭.৪১ টাকা ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম লিটারে ১০২.৮২ টাকা, ডিজল ৯৪.৮৪ টাকা ৷ চেন্নাইতে বৃহস্পতিবার লিটার প্রতি পেট্রোল মিলছে ৯৭.৯১ টাকায় ৷ এবং ডিজেলের দাম লিটারে ৯৪.০৪ টাকা ৷
advertisement
advertisement
করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের দাম এইভাবে বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশই ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা।
কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে, তা আমরা মেনে নিচ্ছি। কিন্তু এক বছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য সরকার অর্থ সঞ্চয় করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2021 12:29 PM IST