Petrol Diesel Price : কলকাতায় ফের সেঞ্চুরির কোঠায় পেট্রোল, ডিজেল! দেশে জ্বালানির দর কোথায়, কত?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
রবিবারের রেট বলছে আবারও কলকাতা শহরে সেঞ্চুরি হাঁকাতে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price)। বেশ কিছুদিন যাবৎ ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে দেশে।
কলকাতা :
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৮ পয়সা বেড়েছে। শহরে ডিজেলের দামও ২৮ পয়সা বেড়েছে লিটারে। ফলে কলকাতায় এদিন পেট্রোলের দাম ৯৭ টাকা ১২ পয়সা। ডিজেলের দাম ৯০ চাকা ৮২ পয়সা।
দিল্লি :
দিল্লিতে এদিন ১ লিটারে পেট্রোলের দাম ৯৭.২২ টাকা। ডিজেলের দাম ১ লিটারে ৮৭.৯৭ টাকা। রান্নার গ্যাসের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৮০৯ টাকা।
advertisement
advertisement
মুম্বই :
মায়ানগরী মুম্বইতে ১০০ এর ঘরে দৌড়চ্ছে পেট্রোলের দাম। মুম্বইতে পেট্রোলের দাম এদিন লিটার প্রতি ১০৩.৩৬ টাকা হয়েছে। ডিজেলের দাম ৯৫.৪৪ টাকা। রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির সিলিন্ডারে ৮০৯ টাকা। এদিকে, ভোপালে পেট্রোল লিটার প্রতি ১০৫.৪৩ টাকা, ডিজেল ৯৬.৬৫ টাকা।
চেন্নাই :
দক্ষিণের এই মেট্রো শহরে ১ লিটার পেট্রোলের দাম ৯৮.৪০ টাকা। ডিজেলের দাম ৯২.৫৮ টাকা প্রতি লিটারে। রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজি সিলিন্ডারে দাঁড়িয়েছে ৮২৫ টাকা।
advertisement
বেঙ্গালুরু :
অন্যদিকে কর্ণাটকের বেঙ্গালুরুতে রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির সিলিন্ডারের হিসাবে ৮১২ টাকা। পেট্রোলের দাম এই শহরে ১০০.৪৭ টাকা। ডিজেলের দাম ১ লিটারে ৯৩.২৬ টাকা।
এদিকে দেশে ক্রমাগত পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধিতে পরিবহণ সংস্থাগুলি পড়েছে বেজায় সমস্যায়। একদিকে করোনা পরিস্থিতিতে ভাড়া বাড়ানোয় অনুমোদন দিচ্ছে না রাজ্য সরকারগুলি। অন্যদিকে তাঁদেরও চালানো দুস্কর হয়ে উঠছে সরকারি ও বেসরকারি পরিষেবা। স্বভাবতই ভাড়া বৃদ্ধির দাবি তুলছেন বাস মালিকরা। রাজ্যেও বেসরকারি বাস সংঘটনগুলি এই দাবিতে সরব হয়েছেন বার বার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2021 1:02 PM IST