#কলকাতা : অগ্নিমূল্য জ্বালানি (Petro Price Hike)। রবিবারের রেট বলছে আবারও কলকাতা শহরে সেঞ্চুরি হাঁকাতে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price)। বেশ কিছুদিন যাবৎ ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে দেশে। দেখা যাচ্ছে ২০২১ সালে বেশ কয়েকটি রাজ্যে ভোট পর্ব মিটতেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বাড়িয়ে চলেছে জ্বালানির দাম, যা নির্ভর করে রয়েছে আন্তর্জাতিক বাজারে (International Market) জ্বালানির দামের (Petro Price Hike) উপর। রোজের গতির মতোই দেশে রবিবারেও বাড়ল পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price)। কলকাতা সহ মেট্রো শহরগুলিতে আজকের পেট্রোল ও ডিজেলের দাম একনজরে দেখা যাক।
কলকাতা :
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৮ পয়সা বেড়েছে। শহরে ডিজেলের দামও ২৮ পয়সা বেড়েছে লিটারে। ফলে কলকাতায় এদিন পেট্রোলের দাম ৯৭ টাকা ১২ পয়সা। ডিজেলের দাম ৯০ চাকা ৮২ পয়সা।
দিল্লি :
দিল্লিতে এদিন ১ লিটারে পেট্রোলের দাম ৯৭.২২ টাকা। ডিজেলের দাম ১ লিটারে ৮৭.৯৭ টাকা। রান্নার গ্যাসের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৮০৯ টাকা।
মুম্বই :
মায়ানগরী মুম্বইতে ১০০ এর ঘরে দৌড়চ্ছে পেট্রোলের দাম। মুম্বইতে পেট্রোলের দাম এদিন লিটার প্রতি ১০৩.৩৬ টাকা হয়েছে। ডিজেলের দাম ৯৫.৪৪ টাকা। রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির সিলিন্ডারে ৮০৯ টাকা। এদিকে, ভোপালে পেট্রোল লিটার প্রতি ১০৫.৪৩ টাকা, ডিজেল ৯৬.৬৫ টাকা।
চেন্নাই :
দক্ষিণের এই মেট্রো শহরে ১ লিটার পেট্রোলের দাম ৯৮.৪০ টাকা। ডিজেলের দাম ৯২.৫৮ টাকা প্রতি লিটারে। রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজি সিলিন্ডারে দাঁড়িয়েছে ৮২৫ টাকা।
বেঙ্গালুরু :
অন্যদিকে কর্ণাটকের বেঙ্গালুরুতে রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির সিলিন্ডারের হিসাবে ৮১২ টাকা। পেট্রোলের দাম এই শহরে ১০০.৪৭ টাকা। ডিজেলের দাম ১ লিটারে ৯৩.২৬ টাকা।
এদিকে দেশে ক্রমাগত পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধিতে পরিবহণ সংস্থাগুলি পড়েছে বেজায় সমস্যায়। একদিকে করোনা পরিস্থিতিতে ভাড়া বাড়ানোয় অনুমোদন দিচ্ছে না রাজ্য সরকারগুলি। অন্যদিকে তাঁদেরও চালানো দুস্কর হয়ে উঠছে সরকারি ও বেসরকারি পরিষেবা। স্বভাবতই ভাড়া বৃদ্ধির দাবি তুলছেন বাস মালিকরা। রাজ্যেও বেসরকারি বাস সংঘটনগুলি এই দাবিতে সরব হয়েছেন বার বার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।