করোনায় বালাই ৬০! বয়স্কদের মৃত্যুর হারই বেশি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
৮০ বছরের বেশি বয়সের মধ্যে মৃত্যুর হার প্রায় ২২ শতাংশ
#কলকাতা: গোটা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ হাজারের বেশি ৷ করোনায় বয়স্কদের মৃত্যুর হার বেশি। বলছে হুয়ের তথ্য। ভারতে যে ৩ জন মারা গিয়েছেন, প্রত্যেকেই ষাটোর্ধ্ব।
করোনায় বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল। মৃত্যুর হার বেশি বয়স্কদের। হুয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৮০ বছরের বেশি বয়সের মধ্যে মৃত্যুর হার প্রায় ২২ শতাংশ, ৭০ থেকে ৭৯ - ৮ শতাংশ, ৬০ থেকে ৬৯ - ৩.৬ শতাংশ আর ৫০ থেকে ৫৯ মাত্র ১.৩ শতাংশ। বয়স যত কমেছে করোনায় মৃত্যুর হারও ততই কমেছে।
করোনায় আক্রান্ত হয়ে ভারতে যে তিনজন মারা গিয়েছেন, তিনজনই ষাটোর্ধ্ব। প্রথম মৃত্যু কর্নাটকের কালবুর্গিতে, মৃতের বয়স ৭৬।
advertisement
advertisement
দ্বিতীয় মৃত্যু দিল্লিতে, মৃতের বয়স ৬৮ আর তৃতীয় মৃত্যু মুম্বইয়ে, বয়স ৬৪।
করোনায় বয়স্কদের মৃত্যুর হার বেশি হওয়ায় সেই মতো পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের সমস্ত ষাটোর্ধ্ব বিধায়কদের নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭৫,৫৩৬ জন মানুষ ৷ চিনের সংখ্যাটা হল ৩,২১৩ আর অন্যদিকে ইতালিতে মৃত্যুর সংখ্যা ২,১৫৮ এবং আক্রান্তের সংখ্যা ২৮ হাজারের মতো ৷
advertisement
আতঙ্ক রোজ বেড়েই চলেছে করোনা নিয়ে ৷ গোটা বিশ্বই প্রায় স্তব্দ হয়ে পড়েছে ৷ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১২৫ জন ৷ দেশের প্রায় সব রাজ্যেই বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, সিনেমাহল, শপিং মল ৷ সামাজিক কোনও অনুষ্ঠান বা জমায়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ৷ বহু রাজ্যেই বাতিল করা হয়েছে সামাজিক অনুষ্ঠান ৷ দেশের মধ্যে ও দেশের বাইরে ট্র্যাভেলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2020 3:51 PM IST