Pegasus Commission : পেগাসাস নিয়ে ৬ মাসের মধ্যে রিপোর্ট তলব! কোন কোন প্রশ্নের উত্তর খুঁজবে তদন্ত কমিশন?

Last Updated:

Pegasus Commission : পেগাসাস নিয়ে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কমিশনকে ৬ মাসের মধ্যে পেগাসাস সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

বারোটি প্রশ্ন সম্বলিত এই রিপোর্টে জানতে চাওয়া হয়েছে, পেগাসাসকাণ্ডে কি পশ্চিমবঙ্গে কারও 'হ্যাক' হয়েছিল? যদি সেই ঘটনা হয়ে থাকে, তাহলে কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান তাতে যুক্ত ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত তদন্ত কমিশন সেইসব প্রশ্নের উত্তর খুঁজে বার করে ছ'মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আড়ি পাতার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সত্যি হয়ে থাকলে কীভাবে ম্যালওয়ার কাজ করেছে, তা তদন্ত করে দেখবে কমিশন। 'নজরদারির' জন্য ইজরায়েলের এনওসও গ্রুপের পেগাসাস বা অন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, কোন কারণে 'আড়ি' পাতা হয়েছিল, 'আড়ি' পাতার ফলে প্রাপ্ত তথ্য কোথায় গিয়েছে, কীভাবে ব্যবহার করা হয়েছে, তাও তদন্ত করা হবে।
advertisement
advertisement
পাশাপাশি কোনও ব্যক্তি বা কোনও গোষ্ঠীর প্ররোচনা বা উস্কানির মতো বিষয়-সহ কোন পরিস্থিতিতে 'আড়ি' পাতা হয়েছিল, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা কী? 'আড়ি' পাতা হয়ে থাকলে আইনি দিকও বিবেচনা করে দেখবে কমিশন। প্রসঙ্গত এই কমিশনে থাকছেন দুজন বিচারপতিও।
যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট ব্যক্তিদের উপর সরকারি নজরদারি চলছে, সেই দাবি পুরোপুরি ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়, ‘মৌলিক অধিকার হিসেবে বাকস্বাধীনতার প্রতিজ্ঞা হল ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি। আমরা সর্বদা খোলামেলা কথোপকথনের সংস্কৃতিতে জোর দিয়ে একটি অবগত নাগরিক সমাজের পক্ষে থেকেছি।’ পরে পেগাসাস 'হ্যাক'-এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনও যোগ নেই বলে দাবি করেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈষ্ণ সংসদে দাঁড়িয়ে দাবি করেন, ‘সুপ্রিম কোর্ট-সহ অতীতে এই ধরনের অভিযোগ খারিজ করে দিয়েছে সবপক্ষ। এই অভিযোগের কোনও তথ্যগত ভিত্তি নেই।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Pegasus Commission : পেগাসাস নিয়ে ৬ মাসের মধ্যে রিপোর্ট তলব! কোন কোন প্রশ্নের উত্তর খুঁজবে তদন্ত কমিশন?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement