corona virus btn
corona virus btn
Loading

অন্য মহিলার সঙ্গে সহবাস, তার সঙ্গে মিলেই স্ত্রীকে বেদম মার ! পাটুলিতে গ্রেফতার স্বামী

অন্য মহিলার সঙ্গে সহবাস, তার সঙ্গে মিলেই স্ত্রীকে বেদম মার ! পাটুলিতে গ্রেফতার স্বামী
representative image

পরকীয়ায় গ্রেফতার স্বামী

  • Share this:

#পাটুলি: পরকীয়ায় গ্রেফতার স্বামী! স্ত্রীকে মারধরের অভিযোগে ধৃত যুবক। আটক যুবকের প্রেমিকাও। ঘটনাটি দক্ষিণ শহরতলির পাটুলির।

মাঝরাতে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্বামীকে দেখে ফেলেন স্ত্রী। এই নিয়ে কথা কাটাকাটির মধ্যেই স্ত্রীকে বেঝড়ক মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নরেন্দ্রপুরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত শুভঙ্কর দে। আটক শুভঙ্করের প্রেমিকা। জানা যায়, বছর ছয়েক আগে শোভাবাজারের বাসিন্দা শুভঙ্কর দে-র সঙ্গে বিয়ে হয় গড়িয়ার বাসিন্দা মিঠু হালদারের। দম্পতির এক ছেলেও আছে। মিঠুর দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গত তিনমাস তাঁর সঙ্গে সম্পর্ক রাখতেন না শুভঙ্কর। পাটুলিতে ঘর ভাড়া করে প্রেমিকাকে নিয়ে থাকতেন। ঠিকানা জোগাড় করে সেখানে পৌঁছে যান মিঠু। স্বামী ও তাঁর প্রেমিকাকে সেখানে ঘনিষ্ঠ অবস্থায় দেখে প্রতিবাদ করেন। মিঠুর অভিযোগ , প্রতিবাদ করায় মদ্যপ অবস্থায় থাকা দু’জন মিলে তাঁকে মারধর করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে মিঠুকে উদ্ধার করেন।
   

First published: August 29, 2019, 3:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर