ফের শহরে রোগী মৃত্যুর অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে
Last Updated:
ফের রোগী মৃত্যু ৷ কাঠগড়ায় তপসিয়ার বেসরকারি হাসপাতাল ৷ বুধবার সকালে রোগী মৃত্যুকে ঘিরে হাসপাতালে ভাঙচুর করে বলেও অভিযোগ
#কলকাতা: ফের রোগী মৃত্যু ৷ কাঠগড়ায় তপসিয়ার বেসরকারি হাসপাতাল ৷ বুধবার সকালে রোগী মৃত্যুকে ঘিরে হাসপাতালে ভাঙচুর করে বলেও অভিযোগ ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷
রোগীর পরিবার সূত্রে খবর, গত ২৮ ফেব্রুয়ারি নিউরো সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মুশারফ ৷ এরপর শারীরিক পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয় ৷ কিন্তু মঙ্গলবার সকাল থেকেই ফের তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ চিকিৎসকদের কাছে রোগীর পরিস্থিতির কথা জানতে চাওয়া হলেও তারা নাকি কিছু জানাননি ৷
এরপরই বুধবার সকালে মুশারফের মৃত্যুর কথা জানান চিকিৎসকেরা ৷ মুশারফের মৃত্যুর পরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে রোগীর পরিবার ৷ হাসপাতাল চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার ৷ যথাযথ চিকিৎসার অভাবেই মুশারফের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে চিকিৎসকের পরিবার ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2018 8:40 AM IST