ফের চিকিৎসায় গাফলতির অভিযোগ, আর জি কর হাসপাতালে উত্তেজনা
Last Updated:
ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ ৷ এবার কাঠগড়ায় সরকারি হাসপাতাল আর জি কর ৷
#কলকাতা: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ ৷ এবার কাঠগড়ায় সরকারি হাসপাতাল আর জি কর ৷ চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আর জি কর হাসপাতালে ৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা হাসপাতালের জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হয় ৷ একজন জুনিয়র ডাক্তারকে মারধর করারও অভিযোগ উঠেছে ৷ ঘটনায় রোগীর পরিবারের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে ৷
গতকাল রাতে মৃত হয় রোগীর ৷ এরপর ক্ষুব্ধ মৃতের পরিবার হাসপাতালে এসে চড়াও হয় ৷ এরপর চিকিৎসক ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে বচসা শুরু হয় ৷ এনিয়ে হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। টালা থানায় অভিযোগ দায়ের করলে মৃত ব্যক্তির এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে ৷
চিকিত্সা না করে ফেলে রাখা। পাশাপাশি দেহ আটকে রাখা। একাধিকবার অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে। এবার সেই একই অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধেও ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2017 10:05 AM IST