হোম /খবর /কলকাতা /
পার্থর ‘আংটি’ রহস্য! আদালতে পার্থর হাতে আংটি দেখে প্রশ্ন, কী জবাব দিলেন তিনি

Partha Chatterjee: পার্থর ‘আংটি’ রহস্য! আদালতে পার্থর হাতে আংটি দেখে প্রশ্ন, কী জবাব দিলেন তিনি

পার্থ চট্টোপাধ্যায়ের ফাইল ছবি

পার্থ চট্টোপাধ্যায়ের ফাইল ছবি

Partha Chatterjee: আদালতের সওয়াল জবাবে আসলে প্রভাবশালী তত্ত্ব খাড়া করতে চাইল ইডি৷

  • Share this:

কলকাতা: হঠাৎ করে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে প্রশ্ন উঠল আদালতে৷ বুধবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানির সময় ইডির আইনজীবী তাঁর হাত আদালতের সামনে দেখাতে বলেন৷ সেখানে দেখা যায়, হাতে দু’টি আংটি রয়েছে পার্থর৷ সেই নিয়েই ওঠে প্রশ্ন৷ সংশোধনাগারে থাকাকালীন কী ভাবে একজন বন্দির হাতে ‘অরনামেন্টস’ থেকে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী৷ পার্থ অবশ্য জানান, তিনি স্বাস্থ্যের কারণে হাতে আংটি পরেছেন৷ দামি কিছু নয়, খুলে দেবেন৷

আদালতের সওয়াল জবাবে আসলে প্রভাবশালী তত্ত্ব খাড়া করতে চাইল ইডি৷ ইডির আইনজীবী প্রথমেই আদালতে বলেন, ‘ক্যামেরার সামনে পার্থবাবুর হাত দুটো দেখাতে বলবেন?’ বিচারক তারপর বলেন, ‘পার্থ বাবু হাত দুটো দেখাবেন? তালু দেখাবেন? রিভার্স সাইড প্লিজ’… তার পর আদালতে ইডির আইনজীবীদের তরফ থেকে বলা হয়, ‘দেখতে পেলেন হাতে আংটি। হেফাজতে থাকাকালীন কোনও অরনামেন্ট পরতে পারেন না বন্দি। উনি এতটাই পাওয়ার ফুল (প্রভাবশালী) যে উনি অরনামেন্ট পরে আছেন… এতটাই পাওয়ারফুল!’

আরও পড়ুন - 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'

আরও পড়ুন - নিয়োগ দুর্নীতির মধ্যেই সারদা, রোজভ্যালি নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের! তোলপাড় বাংলা

এর পরেই ইডিকে প্রশ্ন করেন, তাঁদের হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি ছিল কি না৷ ইডি জানায়, না! তার পরেই আদলতের তরফ থেকে প্রশ্ন ওঠে, ‘কী ভাবে সংশোধনাগারে অরনামেন্ট পরে থাকার অনুমতি দিল সংশোধনাগার কর্তৃপক্ষ। কারা আইন ও জেল কোডে বলা আছে সংশোধনাগারে প্রবেশের সময় অরনামেন্ট খুলে দেওয়া হয়। উনি কতটা প্রভাবশালী তাতেই বোঝা যাচ্ছে… জেল হেফাজতে থাকাকালীন টাকা, গয়না সমস্ত কিছু জেল সুপারের হেফাজতে রাখা হয়ে থাকে। তাহলে উনি কি ভাবে আংটি পরে আছেন?’

পার্থ চট্টোপাধ্যায়কে ফের প্রশ্ন করে আদালত৷ তিনি কী জানতেন না, সংশোধনাগারে প্রবেশের সময় এগুলো খুলে রাখতে হয়৷ পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি জানতেন না৷ তাঁকে কেউ জানাননি৷ যদিও তারপর আদালত জানায়, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, বিচলিত হওয়ারও কিছু নেই৷

পাশাপাশি, এই ঘটনার বিস্তারিত বিবরণ চেয়েছে আদালত৷ আগামী ২৬ এপ্রিল প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ সশরীরে হাজিরার পাশাপাশি তাঁর কাছে লিখিত আকারে ব্যাখ্যা চাওয়া হয়েছে, জেল কোড মেনে কর্তব্য ও দায়িত্ব পালনে তিনি কতটা সচেতন।

Published by:Uddalak B
First published:

Tags: Partha Cahtterjee