SSC Scam|| ভিনরাজ্যেও পার্থর সম্পত্তির হদিস! হাজারিবাগের হোটেলে বোঝাই পার্থর বিপুল অঙ্কের টাকা

Last Updated:

Partha Chatterjee's huge amount of money recover by Income Tax Department: ঝাড়খণ্ডের একটি হোটেলে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। হাজারিবাগের সেই হোটেল থেকে পার্থর বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে।

#কলকাতা: এ রাজ্যেই সীমাবদ্ধ নয়, ভিনরাজ্যেও খোঁজ মিলল রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের একটি হোটেলে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। হাজারিবাগের সেই হোটেল থেকে পার্থর বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, হাজারিবাগের হোটেলে পার্থ ঘনিষ্ঠর কাছে এই বিপুল অঙ্কের টাকা ছিল। কিন্তু হোটেলে আয়কর দফতরের আধিকারিকরা পৌঁছনোর আগেই পলাতক ঘনিষ্ঠ। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। একই মামলায় অভিযুক্ত দু'জনকে ১৯ অগাস্ট শুক্রবার আদালতে পেশ করা হয় ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে। এ দিন ফের তাঁদের দু'জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আজ ফের এই বিপুল পরিমান সম্পত্তির হদিস মিলল। তবে এই বিপুল অঙ্কের টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কার মাধ্যমেই বা পাচার করা হচ্ছিল, তা এখনও জানা যায়নি।
advertisement
আরও পড়ুন: ভোলে বোম রাইস মিলে CBI অভিযান, অনুব্রতর মেয়ে-স্ত্রীর নামে একাধিক সম্পত্তির খোঁজ
প্রসঙ্গত, আদালতে ইডির আইনজীবী দাবি করেন, পার্থ তদন্তে সহযোগিতা করেননি। অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অর্থের উৎস সম্পর্কেও মুখ খোলেননি প্রাক্তন মন্ত্রী। বুধবার জেলে পার্থকে জেরা করে ইডি। পার্থকে জিজ্ঞাসাবাদ করার পর, তাঁর ফোন থেকে জীবন বিমা সংক্রান্ত তথ্য পাওয়ার কথা প্রাক্তন মন্ত্রীকে জানান ইডি-র আধিকারিকরা। পার্থকে জিজ্ঞাসাবাদ করার পর, তাঁর বয়ানের কাগজ সই করাতে গেলে পার্থ নাকি তা ছিঁড়ে ফেলে দেন বলেও দাবি ইডির আইনজীবীর।
advertisement
advertisement
ইডি সূত্রে দাবি, প্রাক্তন মন্ত্রীর ফোন বাজেয়াপ্ত করার পর দেখা গিয়েছে, অর্পিতার নামে ৩১টি জীবন বিমা করা আছে, যার নমিনি পার্থ চট্টোপাধ্যায়। শুধু তা-ই নয় পার্থর হোয়াটসঅ্যাপ মেসেজ ঘেটে দেখা গিয়েছে, অর্পিতার বিমা সংক্রান্ত মেসেজ রয়েছে প্রাক্তন মন্ত্রীর ফোনে। এমনকী, বিমার কাগজপত্রে যোগাযোগের নম্বর হিসাবে পার্থর ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া ছিল বলে দাবি করেন ইডির আইনজীবী। এরপর আজ ফের এই বিপুল পরিমান সম্পত্তির হদিস মিলল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam|| ভিনরাজ্যেও পার্থর সম্পত্তির হদিস! হাজারিবাগের হোটেলে বোঝাই পার্থর বিপুল অঙ্কের টাকা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement