Partha Chatterjee: ফের শুরু হচ্ছে পার্থর 'ইচ্ছে'? ফের কি অনুষ্ঠান বাড়ি হিসাবে ভাড়া দেওয়া হবে কসবার প্রাসাদোপম বাড়ি? জল্পনা তুঙ্গে

Last Updated:

পার্থ-অর্পিতার গ্রেফতারির পরই বন্ধ হয়ে যায় দক্ষিণ কলকাতার কসবায়, রাজডাঙ্গা রোডে অবস্থিত প্রাসাদোপম একটি বাড়ি, নাম 'ইচ্ছে'

Partha Chatterjee
Partha Chatterjee
কলকাতা: ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় তিনি শিক্ষামন্ত্রী পদে ছিলেন। একইদিনে গ্রেফতার হন পার্থর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার পরেই গ্রেফতার হয়েছিলেন অর্পিতা। পার্থ-অর্পিতার গ্রেফতারির পরই বন্ধ হয়ে যায় দক্ষিণ কলকাতার কসবায়, রাজডাঙ্গা রোডে অবস্থিত প্রাসাদোপম একটি বাড়ি, নাম ‘ইচ্ছে’। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের একাধিক সদস্যের নামে একটি সংস্থা ছিল। পরবর্তীকালে সেই সংস্থা অর্পিতা মুখোপাধ্যায়ের মালিকাধীন হয়। সূত্রের খবর, সেই সংস্থার তত্ত্বাবধানেই নাকি কেনা হয়েছিল ‘ইচ্ছে’।
বাড়িটির একটি অংশ অনুষ্ঠান বাড়ি হিসাবে ভাড়া দেওয়া হত। অন্য অংশে শুটিং হত। গত প্রায় আড়াই বছর বাড়িটি বন্ধ ছিল। বাড়িতে আর নিরাপত্তারক্ষী, কেয়ার-টেকার ছিল না। জানা যায়, একাধিকবার বাড়ির ভিতরে চুরি হয়েছে। খুলে নিয়ে যাওয়া হয়েছে বহু বৈদ্যুতিন সরঞ্জাম। একপ্রকার অযত্নেই পড়ে ছিল পার্থর ‘ইচ্ছে’। কিন্তু আচমকাই স্থানীয়রা একটা অন্য ছবি দেখল। স্থানীয়দের দাবি, সপ্তাহখানেক ধরে বাড়িটায় মানুষের আনাগোনা শুরু হয়েছে। নতুন কেয়ার-টেকার, নিরাপত্তারক্ষী বহাল হয়েছে। হচ্ছে বাড়ি মেরামতি, সাফাইয়ের কাজ। নিয়মিত কর্মীরা আসছেন। জোরকদমে চলছে বাড়ির হৃত জৌলুশ ফেরানোর চেষ্টা। নতুন বৈদ্যুতিন সাজ-সরঞ্জাম বসানো হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ‘ইচ্ছে’ বাড়িটা ফের খোলা হচ্ছে? ফের অনুষ্ঠান বাড়ি হিসাবে ভাড়া দেওয়া হবে ‘ইচ্ছে’? স্থানীয়দের মধ্যে জল্পনা তুঙ্গে।
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু পার্থের জামিন মামলা এখনও ঝুলে। বৃহস্পতিবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবি‌আইয়ের মামলায় পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে কোনও নির্দেশ দেননি পার্থ। তিনি কিছুই জানেন না। তাঁর দাবি, এর আগে যখন ওএমআর সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট অভিযুক্তদের নাম-সহ চার্জশিট জমা দিয়েছিল সিবিআই, তাতেও পার্থের নাম ছিল না। এ ছাড়া, পার্থের বিরুদ্ধে যে চার্জশিট সিবিআই দিয়েছে, তাতেও এ সংক্রান্ত কোনও অভিযোগের উল্লেখ নেই। এর পরেই যে কোনও শর্তে পার্থের জামিনের আবেদন করেছেন আইনজীবী।
advertisement
advertisement
উল্লেখ্য, নিয়োগ মামলায় সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের সংখ‍্যা ১১ জন। তার মধ্যে ৮ জন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। কেবল পার্থের জামিনের বিরোধিতা করে সিবিআই আদালতে জানিয়েছে, তাঁর নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন ‘মূল মাথা’। তাঁর তৎকালীন ওএসডিও গোপন জবানবন্দি দিয়েছেন। এখন জামিন দেওয়া হলে তদন্ত ব্যাহত হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: ফের শুরু হচ্ছে পার্থর 'ইচ্ছে'? ফের কি অনুষ্ঠান বাড়ি হিসাবে ভাড়া দেওয়া হবে কসবার প্রাসাদোপম বাড়ি? জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement