Partha Chatterjee Health Update: রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা আসেনি নিয়ন্ত্রণে, ডপলার টেস্ট-সহ শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হবে পার্থ চট্টোপাধ্যায়ের

Last Updated:

Partha Chatterjee Health Update:বর্তমানে ন্যাজাল ক্যানুলার মাধ্যম স্বল্প মাত্রায় পার্থ চট্টোপাধ্যায়কে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে৷ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে প্রেসিডেন্সি জেল থেকে গত ২০ জানুয়ারি পার্থকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ গত আড়াই বছর ধরে জেলে
নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ গত আড়াই বছর ধরে জেলে
কলকাতা: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পায়ের ফোলাভাব কমেছে৷ তবে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা এখনও নিয়ন্ত্রণে আসেনি৷ ফুসফুসের সংক্রমণ কোন জায়গায় কী অবস্থায় রয়েছে সেটা বুঝতে বুকের এক্স-রে করা হয়েছে৷ এ বার এইচআরসিটি বা হাই রেজোলিউশন কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান করা হবে৷ ডপলার টেস্টে করে দেখা হবে পায়ের রক্তপ্রবাহ স্বাভাবিক আছে কিনা৷
হার্টবিট অনিয়মিত হয়েছে কিনা তা দেখতে হল্টার মনিটর করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের৷ অক্সিজেন সাপোর্ট থেকে বার করা হলেও, বর্তমানে ন্যাজাল ক্যানুলার মাধ্যম স্বল্প মাত্রায় পার্থ চট্টোপাধ্যায়কে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে৷ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে প্রেসিডেন্সি জেল থেকে গত ২০ জানুয়ারি পার্থকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল।
আরও পড়ুন : মহিলা ভোটব্যাঙ্ক অটুট রাখতে ‘আলাপচারিতা’ কর্মসূচিতে গুরুত্ব তৃণমূল কংগ্রেসের
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ গত আড়াই বছর ধরে জেলে। ২০২২-এর ২২ জুলাই তিনি গ্রেফতার হন কেন্দ্রীয় সংস্থার হাতে। ইডি-র পাশাপাশি পরে সিবিআই-ও গ্রেফতার করে পার্থকে। জেলের ভিতর একাধিকবার তিনি অসুস্থ হয়ে পড়েন। গ্রেফতারির পর ভুবনেশ্বর এইমস-এ নিয়ে গিয়েও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি। একাধিক বার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদনও করেছেন আদালতে। জেল হাসপাতাল থেকে পার্থকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। জেলবন্দি হওয়ার পর থেকেই পায়ের সমস্যাতেও ভুগছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ২০ জানুয়ারি, গত সোমবার হঠাৎ জেলে অসুস্থ বোধ করলে সেখানকার চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন এবং এসএসকেএমে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Health Update: রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা আসেনি নিয়ন্ত্রণে, ডপলার টেস্ট-সহ শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হবে পার্থ চট্টোপাধ্যায়ের
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement