Partha Chatterjee: পার্থর 'মন্দ কপাল', তাঁর বিরুদ্ধে রাজসাক্ষী খোদ জামাই
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। তিন দিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই ইডির বিশেষ আদালতের দ্বারস্থ হয়ে জানান, এই মামলায় তিনি রাজসাক্ষী হতে চান। ইতিমধ্যেই আদালত সেই অনুমতি মঞ্জুর করেছে। নিজের ইচ্ছায় রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অপরাধ মাফ করার আর্জি জানিয়েছেন কল্যাণময়। রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও মামলায় কোনও অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হল। ইডির দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই যিনি আমেরিকায় থাকেন, তাঁর কাছে কোটি কোটি টাকা পৌঁছেছে। যে ট্রাস্টে যুক্ত ছিলেন, সেখানে কোটি কোটি টাকা গিয়েছে। তার মাধ্যমে কালো টাকা সাদা হয়েছিল
ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। তিন দিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই ইডির বিশেষ আদালতের দ্বারস্থ হয়ে জানান, এই মামলায় তিনি রাজসাক্ষী হতে চান। ইতিমধ্যেই আদালত সেই অনুমতি মঞ্জুর করেছে। নিজের ইচ্ছায় রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অপরাধ মাফ করার আর্জি জানিয়েছেন কল্যাণময়। রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও মামলায় কোনও অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হল। ইডির দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই যিনি আমেরিকায় থাকেন, তাঁর কাছে কোটি কোটি টাকা পৌঁছেছে। যে ট্রাস্টে যুক্ত ছিলেন, সেখানে কোটি কোটি টাকা গিয়েছে। তার মাধ্যমে কালো টাকা সাদা হয়েছিল।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2025 7:19 PM IST