Partha Chatterjee: পার্থর 'মন্দ কপাল', তাঁর বিরুদ্ধে রাজসাক্ষী খোদ জামাই, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোন কোন 'গোপন কীর্তি' ফাঁস করবেন কল্যাণময়? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
তিন দিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই ইডির বিশেষ আদালতের দ্বারস্থ হয়ে জানান, এই মামলায় তিনি রাজসাক্ষী হতে চান। ইতিমধ্যেই আদালত সেই অনুমতি মঞ্জুর করেছে
কলকাতা: ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। তিন দিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই ইডির বিশেষ আদালতের দ্বারস্থ হয়ে জানান, এই মামলায় তিনি রাজসাক্ষী হতে চান। ইতিমধ্যেই আদালত সেই অনুমতি মঞ্জুর করেছে। নিজের ইচ্ছায় রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অপরাধ মাফ করার আর্জি জানিয়েছেন কল্যাণময়। রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত।
এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও মামলায় কোনও অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হল। ইডির দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই যিনি আমেরিকায় থাকেন, তাঁর কাছে কোটি কোটি টাকা পৌঁছেছে। যে ট্রাস্টে যুক্ত ছিলেন, সেখানে কোটি কোটি টাকা গিয়েছে। তার মাধ্যমে কালো টাকা সাদা হয়েছিল।
প্রসঙ্গত, ইডি চার্জশিটে কল্যাণময়ের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। দুর্নীতির কোটি কোটি টাকা কল্যাণময়ের কাছে গিয়েছিল অভিযোগ করেছে ইডি। নিউ ইয়র্কে থাকতেন কল্যাণময়। গত ডিসেম্বরেই তিনি কলকাতায় আসেন এবং বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন। সেই সময় আদালত শর্ত দিয়েছিল, নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না কল্যাণময়। তদন্তে পিংলায় একটি স্কুলের খোঁজ পেয়েছিল ইডি, ওই স্কুলটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী’র নামে। পরে জানা যায়, ওই স্কুলের চেয়ারম্যানের পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এরপর তাঁকে একাধিকবার তলব করা হয়। ২০২২ সালেও ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2025 4:04 PM IST

