Partha Chatterjee News: 'সাড়ে তিন বছর তো বিশ্রামেই ছিলাম, এবার আমি ছুটব!' বাড়ি ফিরেই চনমনে পার্থ

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বড় জয় পেয়েছিলেন৷ এখনও বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক তিনি৷

বাড়ি ফিরে পোষ্যের সঙ্গে পার্থ৷
বাড়ি ফিরে পোষ্যের সঙ্গে পার্থ৷
সাড়ে তিন বছর পর জেল থেকে ছাড়া পেয়ে গতকালই বাড়ি ফিরেছেন৷ হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেটে চিকিৎসকরা আপাতত কিছু দিন বিশ্রামে থাকার পরামর্শও দিয়েছেন৷ যদিও সেই পরামর্শ মানতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়৷
মঙ্গলবার নাকতলার বাড়িতে ফেরার পর ঘনিষ্ঠ মহলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সাড়ে তিন বছর পর তো বিশ্রামেই ছিলাম৷ এবার আমি ছুটব৷
সোমবার বাড়ি ফেরার পর খোশমেজাজেই ছিলেন পার্থ৷ প্রিয় পোষ্যদের সঙ্গেও সময় কাটান তিনি৷ প্রিয় পোষ্য সারমেয় চকোকে আদর করতে করতে বলেন, আমি কোথাও যাচ্ছি না আর, এখানেই আছি৷
advertisement
advertisement
ঘনিষ্ঠ মহলে পার্থ আরও বলেন, আইনের জয় হয়েছে,একদিন সত্যের জয় হবে৷ আইনের প্রতি আস্থা ছিল আমার,সেই আস্থা অটুট আছে,এবার বিচার হলে সত্যের জয় হবে৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বড় জয় পেয়েছিলেন৷ এখনও বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক তিনি৷ নিজের কেন্দ্রের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পার্থ বলেন, ‘আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ, যারা আমার সততা নিয়ে কখনো প্রশ্ন তোলেন নি, আমি তাদের কাছেই বিচার চাইব৷’
advertisement
পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফেরার পর অবশ্য তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেস এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি৷ পার্থ মুক্তি পাওয়ার পর তাঁকে নিয়ে শাসক দলের অবস্থান কী হয়, তা নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায়ও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee News: 'সাড়ে তিন বছর তো বিশ্রামেই ছিলাম, এবার আমি ছুটব!' বাড়ি ফিরেই চনমনে পার্থ
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement