Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়কে পুরোপুরি 'মুছেই' ফেলা হল? বেহালায় বড় সিদ্ধান্ত! ফেরার পথও কি তবে শেষ?

Last Updated:

Partha Chatterjee: তৃণমূল সূত্রে খবর, গ্রেফতার হওয়ার আগে ওই পার্টি অফিসে দীর্ঘদিন বসতেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থর আরও 'দুর্দিন'
পার্থর আরও 'দুর্দিন'
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলবন্দি হয়ে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। বিধায়ক পদ থেকে পদত্যাগ না করলেও পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে দল। তৃণমূলের শীর্ষ নেতারাও সেভাবে কখনই পার্থর পাশেও দাঁড়াননি। এবার নিজের বিধানসভা এলাকা বেহালাতেও পার্থ চট্টোপাধ্যায়ের শেষ ‘চিহ্ন’টুকুও মুছে ফেলা হল। ফুটপাথ দখলমুক্ত করার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এবার বেহালা ম্যান্টনে পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি কার্যালয়ও ভেঙে ফেলা হল।
প্রসঙ্গত, ওই কার্যালয় অবৈধ ভাবে ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে বলে অনেকদিন ধরেই অভিযোগ। এ নিয়ে একাধিক বার বিরোধীরাও অভিযোগ তুলেছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করার জন্য প্রশাসনকে কড়া ভাবে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, বৃহস্পতিবার হকার উচ্ছেদ বা দখলমুক্ত করার পরিকল্পনায় কিছুটা বিরতি টেনেছেন মুখ্যমন্ত্রী। আগামী এক মাস নতুন করে উচ্ছেদ না করার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও এরই মধ্যে ভাঙা পড়ে পার্থ চট্টোপাধ্যায়ের ম্যান্টনের পার্টি অফিস।
advertisement
advertisement
তৃণমূল সূত্রে খবর, গ্রেফতার হওয়ার আগে ওই পার্টি অফিসে দীর্ঘদিন বসতেন পার্থ চট্টোপাধ্যায়। স্থানীয়দের সঙ্গে ওই পার্টি অফিসেই দেখা করতেন তিনি। গ্রেফতার হওয়ার পর থেকে অবশ্য ‘জৌলুস’ হারাতে শুরু করে বেহালার ওই দলীয় কার্যালয়। তবে, অস্তিত্ব নিয়ে দাঁড়িয়েছিল পার্টি অফিসটি। এখন থেকে তাও ‘অতীত’ হয়ে গেল।
advertisement
প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনই সওয়াল করেননি। তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়ের কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট বিড়াম্বনাতেও পড়েছে। আলিপুর জেলে বন্দি থাকা পার্থকে কেউ দেখতেও যাননি দলীর তরফে। এই পরিস্থিতিতে শুক্রবার বুলডোজার দিয়ে পার্থর স্মৃতি বিজড়িত পার্টি অফিসটিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়কে পুরোপুরি 'মুছেই' ফেলা হল? বেহালায় বড় সিদ্ধান্ত! ফেরার পথও কি তবে শেষ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement