Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের এ কী রূপ! আদালতে কাতর আর্জি, 'শীত আসছে...'

Last Updated:

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এদিন বলেন, ''আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ আলাদা, তবে শেষ ১৪ দিনে কী পেলেন?''

পার্থর আবেদন মিলবে সাড়া?
পার্থর আবেদন মিলবে সাড়া?
#কলকাতা: এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতের মেয়াদ শেষে সোমবার ফের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের সাসপেন্ডেড মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হল। আর আদালতে পুনরায় তোলার পরই পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জামিনের আবেদন করে তাঁর আইনজীবীরা। সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই আদালতে তোলা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়কে।
এদিন সকাল ১০.৩০ নাগাদ পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্যদের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই আদালতে ঢোকেন পার্থবাবু। তাঁর দিকে একাধিক প্রশ্ন ধেয়ে এলেও কোনও উত্তর দেননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে, শুনানিতে তার আইনজীবীরা এবং স্বয়ং পার্থবাবু নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি যে মানসিক দিক থেকেও ভেঙে পড়েছেন, উল্লেখ করেন সে কথাও। এদিন পার্থবাবুকে কার্যত হতাশই দেখিয়েছে।
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এদিন বলেন, ''আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ আলাদা, তবে শেষ ১৪ দিনে কী পেলেন? আমার মক্কেলের বিরুদ্ধে কী পেলেন, যে আরও থাকার আবেদন করছে তদন্তকারী সংস্থা?'' আদালতে এদিন পার্থবাবুর জামিনের আবেদন জানান আইনজীবীরা।
advertisement
তাঁরা জানান, পার্থবাবুর বয়স হয়েছে। তাঁর শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। শীত পড়লে তাঁর অবস্থা আরও খারাপ হতে পারে। তাই যে কোনও শর্তে জামিন দেওয়া হোক তাঁকে। এজলাসে হাতজোড় করে পার্থবাবু নিজেও বিচারককে বলেন, ''আমার শারীরিক অবস্থা খুব খারাপ।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের এ কী রূপ! আদালতে কাতর আর্জি, 'শীত আসছে...'
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement