Partha Chatterjee: বেজায় সময় খারাপ পার্থ চট্টোপাধ্যায়ের! দুর্নীতিতে আর কতদিন জেলে? যা ঘটল, ফের মাথায় হাত
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Partha Chatterjee: আগামী ২২ নভেম্বর সিদ্ধান্ত হবে কোন আদালতে প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সিবিআই মামলার শুনানি হবে।
কলকাতা: ঝুলে রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি। বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে হল না জামিন সংক্রান্ত শুনানি। ইডি চাইছে প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সব মামলা ইডি বিশেষ আদালতে শুনানি হোক। অর্থাৎ এক বিচারকের কাছে এই প্রাথমিক দুর্নীতির শুনানি হোক। তাই বুধবার জামিন সংক্রান্ত আবেদনের শুনানি হল না।
আগামী ২২ নভেম্বর সিদ্ধান্ত হবে কোন আদালতে প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সিবিআই মামলার শুনানি হবে। তারপরে জামিন সংক্রান্ত আবেদনের শুনানি হবে।
এদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জোরাল তথ্য প্রমাণ আদালতে পেশ করতে তৎপর সিবিআই। বিচারকের কাছে তিন সাক্ষীর গোপন জবানবন্দি করাতে আইনি প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।
advertisement
advertisement
গত মঙ্গলবার সিবিআই বিশেষ আদালতে জামিনের জন্য আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। ১৩ নভেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। এই আবেদনের পরেই পার্থর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ আদালতে পেশ করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2024 1:57 PM IST









