Partha Chatterjee | Arpita Mukherjee: আরও ফ্ল্যাটের হদিশ মিলবে পার্থ-অর্পিতার? আরও কোটি-কোটি টাকা? অর্পিতাকে ঘিরে ধরছে ইডি

Last Updated:

Partha Chatterjee | Arpita Mukherjee: গত ৯ বছরে তারা কী কী কাজ করেছেন এই পার্টনারশিপ, এর মাধ্যমেই চারটি ফ্ল্যাট কেনার হদিশ পাওয়া গিয়েছিল।

পার্থ-অর্পিতার আরও সম্পত্তি!
পার্থ-অর্পিতার আরও সম্পত্তি!
#কলকাতা: শুক্রবার পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে থাকতে হবে ইডি হেফাজতে। তাই বৃহস্পতিবার সকাল দশটা থেকেই পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১২সালে ১ নভেম্বর খোলা হয়েছিল অপা ইউটিলিটিজ সার্ভিসেস, যেখানে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়-দুজনেরই শেয়ার ছিল। জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, দুটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য।
সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তদন্তকারীদের পক্ষ থেকে দেখা হচ্ছে। গত ৯ বছরে তারা কী কী কাজ করেছেন এই পার্টনারশিপ, এর মাধ্যমেই চারটি ফ্ল্যাট কেনার হদিশ পাওয়া গিয়েছিল। নতুন করে আবার জিজ্ঞাসাবাদ করা হবে এ বিষয়ে। ইডি মনে করছে, জিজ্ঞাসাবাদে আরও নতুন বেশ কয়েকটি ফ্ল্যাটের হদিশ মিলতে পারে।
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, অপা ইউটিলিটিজ কোম্পানির ডিট দেখে তদন্তকারীরা জানতে পেরেছে, ২০১২ সালের নভেম্বর মাসে এই পার্টনারশিপ কোম্পানি তৈরি হয়েছিল এবং নিয়মিত এই কোম্পানির ব্যালেন্স শিট জমা দিয়ে ইনকাম ট্যাক্স জমা দিত। গত ৯ বছর ধরে কীভাবে কাজ করেছে এই সংস্থা, সেই সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এই কোম্পানির কথা সামনে আসে ইডি আধিকারিকদের।
advertisement
ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখে ব্যাংক কর্তৃপক্ষ থেকে সমস্ত নথি চাওয়া হয়েছে। তদন্তকারীকে মনে করছে এই কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে আরও বেশ কিছু সম্পত্তি এবং ফ্ল্যাটের হদিশ মিলতে পারে। পশ্চিমবঙ্গজুড়ে এখন অন্যতম আলোচিত চরিত্রের নাম অর্পিতা মুখোপাধ্যায়। মডেলিং-অভিনয় জগত থেকে আচমকাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা৷ রাতারাতি বদলে গিয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee | Arpita Mukherjee: আরও ফ্ল্যাটের হদিশ মিলবে পার্থ-অর্পিতার? আরও কোটি-কোটি টাকা? অর্পিতাকে ঘিরে ধরছে ইডি
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement