Parno Mittra: তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Parno Mittra: পার্নো বরাহনগর আসনে লড়েছিলেন গেরুয়া শিবিরের হয়ে। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়।
কলকাতা: বড় চমক রাজ্য রাজনীতিতে। শুক্রবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পার্নো মিত্র। শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরানগরে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন পার্নো।
পার্নো বরাহনগর আসনে লড়েছিলেন গেরুয়া শিবিরের হয়ে। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। ২০২৫-এ এই পরিস্থিতি বদলে গেল। এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে বরাহনগরের দায়িত্ব সামলাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পার্নোর মনে যে গেরুয়া শিবির ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল, তা তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
এবারও বিজেপি থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা যে ছিল না, তা নয়। কিন্তু নিশ্চিয়তাও পুরোপুরি ছিল না। কিন্তু তার আগেই দলবদল করে ফেললেন পার্নো। স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে, এবার কি তৃণমূলে যোগ দিয়ে এবার ভোটেও দাঁড়াবেন তিনি? জল্পনা বেড়ে গেল কয়েকগুণ।
তৃণমূলে যোগ দিয়েই পার্নো বলেন, ”আজ আমার জন্য বড়দিন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ও নেতৃত্বে আমার নতুন শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বেও এগিয়ে নিয়ে যাব।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2025 12:41 PM IST








