Park Street Metro: সাবওয়েতে এখনও এক হাঁটু জল! পার্ক স্ট্রিটে মেট্রো বিভ্রাটের আসল কারণ কী? জানাল কর্তৃপক্ষ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Park Street Metro: ট্র্যাক এবং সাবওয়েতে জল ঢুকে যাওয়ায় পরিষেবা বন্ধ করতে হয় অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশনকে। পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে বন্ধ হয়ে যায় পরিষেবা। ফলে বিপাকে পড়েন যাত্রী সাধারণ। কিন্তু কী কারণে এই বিভ্রাট? আসল কারণ স্পষ্ট করল মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা: দুর্যোগের রাত কাটলেও দিন যথেষ্টই নাকাল দিচ্ছে শহরবাসীকে। বহু রাস্তাঘাট জলের তলায়। আর সেই জন্যই অনেকেই মেট্রোয় ভরসা রেখেছিলেন সপ্তাহের প্রথম দিনের অফিসযাত্রার মাধ্যম হিসেবে। কিন্তু সাতসকালেই যাত্রী দুর্ভোগ শুরু। ট্র্যাক এবং সাবওয়েতে জল ঢুকে যাওয়ায় পরিষেবা বন্ধ করতে হয় অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশনকে। পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের ট্র্যাকে জল জমার কারণে বন্ধ হয়ে যায় পরিষেবা। ফলে বিপাকে পড়েন যাত্রী সাধারণ। কিন্তু কী কারণে এই বিভ্রাট? আসল কারণ স্পষ্ট করল মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, “পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পার্ক স্ট্রিট প্রান্তের পথ তুলনামূলকভাবে নীচু। সে জন্য মেট্রো স্টেশনের আশপাশের এলাকার জল মাটির নীচে ওই অংশে এসে জমা হয়। সারা বছরই অল্প বিস্তর জল ওই স্টেশনের দেওয়াল ঘেঁষা পাইপ দিয়ে বার হতে এবং নালি দিয়ে বইতে দেখা যায়। বর্ষার সময় আকস্মিক বৃষ্টি বেশি হলে পরিস্থিতি জটিল হয়ে যায় অনেক ক্ষেত্রেই।”
advertisement
advertisement
উল্লেখ্য, এর আগেও মেট্রো পরিষেবা শুরু হওয়ার সময় ১৯৮৪ সালে প্রবল বৃষ্টিতে পার্ক স্ট্রিট স্টেশনে রেক ডুবে যাওয়ার অবস্থা হয়েছিল। মেট্রো সূত্রে খবর “নীচু জায়গা থেকে জল তুলে অন্যত্র পাঠানোর যে পাম্প রয়েছে তার কার্যক্ষমতা সীমিত। বেশি জল জমলে তা আর কাজ করে না। আকস্মিক বেশি বৃষ্টি হলে সে জন্যেই এই পরিস্থিতি সৃষ্টি হয় বার বার। এ দিনও সেই পরিস্থিতি তৈরি হয়। একাধিক পাম্প চালিয়ে ট্র্যাক থেকে জল সরানো গিয়েছে বলে দাবি করছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সাবওয়েতে জল এখনও এক হাঁটু দাঁড়িয়ে। তাই খুব দ্রুত পরিষেবা চালু করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 12:40 PM IST