Paresh Pal CBI Interrogation: 'যত বার ডাকবে, তত বার আসব!' সিবিআই দফতর থেকে বেরিয়ে বললেন পরেশ

Last Updated:

২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷

সিবিআই দফতরে পরেশ পাল৷
সিবিআই দফতরে পরেশ পাল৷
#কলকাতা: প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোলেন পরেশ পাল৷ বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যার মামলায় এ দিন ফের পরেশ পালকে তলব করেছিল সিবিআই৷ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতর থেকে বেরনোর সময় পরেশ পাল বলেন, 'যত বার ডাকব, তত বার আসব৷'
এ দিন সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছেছেন বেলেঘাটার বিধায়ক৷ ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় সরাসরি পরেশ পালের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করে মৃত বিজেপি কর্মীর পরিবার৷
advertisement
advertisement
পরেশ সিবিআই দফতর থেকে বেরিয়ে বলেন, 'বেলেঘাটার পুরোটাই তৃণমূলের৷ বিধায়ক, কাউন্সিলর সব আমাদের৷ ওরা (অভিজিৎ সরকারের পরিবার) বিজেপি করে, তাই কাউকে না কাউকে পার্টি করতেই হবে৷' তৃণমূল বিধায়ককে প্রশ্ন করা হয়, নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার মৃত্যুকালীন জবানবন্দিতে অভিযুক্ত হিসেবে তাঁর নাম বলে গিয়েছিলেন৷ যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পরেশ পাল৷
advertisement
সিবিআই সূত্রে খবর, প্রয়োজনে ফের পরেশ পালকে ফের তলব করা হতে পারে৷ গত ১৮ মে প্রথমবার সিবিআই পরেশ পালকে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল৷ তার পর আজ তাঁকে তিন ঘণ্টা জেরা করা হয় তাঁকে৷ পরেশ পালের এ দিনের বয়ান ঘটনার অন্যান্য সাক্ষীদের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলেই সিবিআই সূত্রে খবর৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Pal CBI Interrogation: 'যত বার ডাকবে, তত বার আসব!' সিবিআই দফতর থেকে বেরিয়ে বললেন পরেশ
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement