Panihati Blast: পানিহাটিতে বিস্ফোরণ! উড়ে গেল যুবকের হাত, আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা

Last Updated:

Panihati Blast: যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই যুবককে

আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা। (প্রতীকী ছবি)
আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা। (প্রতীকী ছবি)
পানিহাটি: পানিহাটিতে বোমা বিস্ফোরণ। এদিন সকালে বিকট শব্দে কেঁপে ওঠে পানিহাটির পুরসভার দু’নম্বর ওয়ার্ডের তেজপাল নগর। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বাড়িতে। আহত যুবকের নাম জিতেন্দ্র সাহু। জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে ওই যুবকের ডান হাত উড়ে গিয়েছে। ওই যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই যুবককে।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া। বিস্ফোরণের জেরে ওই বাড়ির একাংশ প্রায় ভেঙে গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে ওই রক্তাক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায়। কী করে ওই বাড়িতে বোমা বিস্ফোরণ হল, তা জানার চেষ্টা করছে। কোনও অবৈধ কাজ চলছিল কিনা, তারও খোঁজ নেওয়া হচ্ছে। এলাকাবাসীদের কেউ কেউ জানিয়েছেন, বেলা ১১টার দিকে এদিন বিস্ফোরণ হয়।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, পরে পুলিশ এসে ওই বাড়িতে তল্লাশি চালায়। বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে বলে খবর। উদ্ধার হওয়া বোমাগুলি নিয়ে গিয়েছে পুলিশ। খড়দহ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী করে ওই বাড়িতে বোমা বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও বিশেষ চক্র ঘটনার নেপথ্যে রয়েছে কিনা, তাও দেখা হচ্ছে।
advertisement
আহতদের যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। বিস্ফোরণের এমন ঘটনার পরেই আতঙ্কে রয়েছেন, ওই এলাকার বাসিন্দারা।
অরুণ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panihati Blast: পানিহাটিতে বিস্ফোরণ! উড়ে গেল যুবকের হাত, আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement