Panihati Blast: পানিহাটিতে বিস্ফোরণ! উড়ে গেল যুবকের হাত, আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Panihati Blast: যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই যুবককে
পানিহাটি: পানিহাটিতে বোমা বিস্ফোরণ। এদিন সকালে বিকট শব্দে কেঁপে ওঠে পানিহাটির পুরসভার দু’নম্বর ওয়ার্ডের তেজপাল নগর। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বাড়িতে। আহত যুবকের নাম জিতেন্দ্র সাহু। জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে ওই যুবকের ডান হাত উড়ে গিয়েছে। ওই যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই যুবককে।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া। বিস্ফোরণের জেরে ওই বাড়ির একাংশ প্রায় ভেঙে গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে ওই রক্তাক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায়। কী করে ওই বাড়িতে বোমা বিস্ফোরণ হল, তা জানার চেষ্টা করছে। কোনও অবৈধ কাজ চলছিল কিনা, তারও খোঁজ নেওয়া হচ্ছে। এলাকাবাসীদের কেউ কেউ জানিয়েছেন, বেলা ১১টার দিকে এদিন বিস্ফোরণ হয়।
advertisement
advertisement
আরও পড়ুন, সিনিয়র-জুনিয়র নয়, দলীয় কর্মীদের জন্য অন্য ‘স্ট্র্যাটেজি’ অভিষেকের! বিজয়া সম্মিলনীতে বার্তা
স্থানীয়দের দাবি, পরে পুলিশ এসে ওই বাড়িতে তল্লাশি চালায়। বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে বলে খবর। উদ্ধার হওয়া বোমাগুলি নিয়ে গিয়েছে পুলিশ। খড়দহ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী করে ওই বাড়িতে বোমা বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও বিশেষ চক্র ঘটনার নেপথ্যে রয়েছে কিনা, তাও দেখা হচ্ছে।
advertisement
আহতদের যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। বিস্ফোরণের এমন ঘটনার পরেই আতঙ্কে রয়েছেন, ওই এলাকার বাসিন্দারা।
অরুণ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 1:11 PM IST