পান্ডে ব্রাদার্সের কোটির সেঞ্চুরি, ১৩৪ কোটি লেনদেনের হদিশ পেল লালবাজার
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
নতুন করে ১৭ টি অ্যাকাউন্টের হদিস মেলে, তার মধ্যে ৬ টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। আরও অজস্র অ্যাকাউন্ট থেকে সেপ্টেম্বর মাসেই ৭৭ কোটির লেনদেন হয়েছে
#কলকাতা: পান্ডে ব্রাদার্সের কোটির সেঞ্চুরি, ১৩৪ কোটি লেনদেনের হদিশ পেল লালবাজার! নতুন করে ১৭ টি অ্যাকাউন্টের হদিস মেলে, তার মধ্যে ৬ টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। আরও অজস্র অ্যাকাউন্ট থেকে সেপ্টেম্বর মাসেই ৭৭ কোটির লেনদেন হয়েছে। শিবপুরের বাড়ি থেকে নগদ ৮ কোটি উদ্ধার পুলিশের।
তদন্তে দেখা গিয়েছে, স্ট্র্যান্ড রোডের ঠিকানা দেখিয়ে এর আগে কানাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। তার জেরে আয়তর দফতরের আধিকারিকরাও স্ট্র্যান্ট রোডের ওই ঠিকানায় হানা দেন মাস খানেক আগে। সে বার ওই ঠিকানা থেকে নগদ ৬ কোটি টাকা উদ্ধার হয়েছিল।
তদন্তে দেখা গিয়েছে, অনলাইন মাধ্যমে চিটফান্ড কারবার চলছিল। সেই সংক্রান্ত একটি অ্যাপের হদিশও মিলেছে। আমেরিকা বলে দেখানো হলেও আদতে সেটি নাইজিরিয়া থেকে চালানো হত বলে জানা গিয়েছে। ওই অ্যাপটি কে ডেভলপ করল, কোথা থেকে পরিচালনা হত, সেটি ডাউনলোডের বিধিনিয়ম কী, সেই সংক্রান্ত বিশদ তথ্য হাতে পেতে গুগল-কে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। গোয়েন্দারা তদন্তে দেখেছেন, যারা অ্যাপ্লিকেশনের প্রমোশনের দায়িত্বে ছিলেন তারা নেপালের বাসিন্দা। জানা যাচ্ছে, অ্যাপটির প্রচারে বহু মানুষকে ফোন করা হয়। সেই ফোনগুলি মূলত নেপাল থেকেই এসেছিল। তাই এই টাকা উদ্ধারের ঘটনায় আন্তর্জাতিক চক্রের সংযোগ রয়েছে বলেও মনে করছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 6:13 PM IST

